IPL 2023 Opening Ceremony: অরিজিতের মন ছোঁয়া পারফরম্যান্স দিয়েই শুরু হল আইপিএল ২০২৩-এর সফর। কেন জোর হাতে ক্ষমা চাইলেন গায়ক?
শুরুতেই অরিজিৎ ম্যাজিক
অপেক্ষার অবসান। শুক্রবার থেকে শুরু হয়ে গেল আইপিএলের নতুন মরসুম। করোনা কাঁটার জেরে গত কয়েক বছর ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থেকেছে বিসিসিআই। তবে এইবার বিনোদনের খামতি থাকল না! এদিন গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতালেন বাংলার গর্ব অরিজিৎ সিং।
তাঁর পারফরম্যান্সে জমে গেল আইপিএলের আসর। কানায় কানায় ভর্তি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শক মুগ্ধ অরিজিতের একের পর এক হিট গান শুনে। চেন্নাই সুপার কিংসের 'ক্যাপ্টেন কুল' মহেন্দ্র সিং ধোনি থেকে গুজরাট টাইটান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, কেউই অধরা থাকলেন না অরিজিৎ ম্যাজিক থেকে। ‘কেশরিয়া’, ‘চন্না মেরেয়া’, ‘কবিরা’র মতো একের পর এক হিট গান শোনা গেল অরিজিতের কন্ঠে। মাটির মানুষ অরিজিৎ এদিনও বরাবরের মতো বিনয়ী। আসলে এত হাজার দর্শকের সামনে পারফর্ম করে মন্ত্রমুগ্ধ তিনিও। হাত জোড় করে জানালেন, ‘ভুলচুক মাফ… এত বেশি দর্শকের সামনে আমি কখনও পারফর্ম করিনি’।
এদিন অরিজিতের মাথায় দেখা মিলল সাদা পাগড়ি, নিয়ন সবুজ, নীল আর সাদা জ্যাকেট এবং ব্লু ডেনিমে ধরা দিলেন বলিউডের এই হিট মেশিন। ক্রিকেটের ম্যাচ দেখতে এসে অরিজিতের পারফরম্যান্স ছিল দর্শকদের উপরি পাওনা। চেটেপুটে এই পারফরম্যান্সের আনন্দ উপভোগ করলেন সকলে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অরিজিতের অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো। যা দেখে রীতিমতো ইমোশ্যানাল ফ্যানেরা। অনেকেই লিখছেন, ‘গুরু তোমার গান শুনে প্রাক্তন প্রেমিকার কথা মনে পড়ছে’।
এদিন ‘রাজি’ ছবির ‘ইয়ে বতন মেরে বতন’-এর মতো দেশাত্মবোধক গান দিয়ে পারফরম্যান্স শুরু করে গোটা আইপিএলের সুর বেঁধে দিলেন অরিজিৎ। সময় যত গড়িয়েছে অরিজিতের ক্যারিশ্মায় ততই বুঁদ হয়েছে দর্শক। ‘ঝুমে জো পাঠান’ গানে স্টেডিয়ামে উপস্থিত সকলকে নাচিয়ে ছাড়লেন গায়ক।