কোনওদিনই তিনি সরাসরি যুক্ত নন গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে। তবে তাঁর ফ্যানবেস বেশ শক্তপোক্ত। পেশায় তিনি সমাজকর্মী, একটি এনজিও-র উচ্চপদে রয়েছেন। তবে খুব ভালো গান। বেশ কয়েকটি কনসার্টে দেখা গিয়েছিল তাঁকে প্রাক্তন স্বামী অনুপম রায়ের সঙ্গে। এখন যদিও তাঁর জীবনে এসেছেন টলিউডের নামি গায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। তবুও, স্বতন্ত্র পরিচয়েই তিনি জায়গা করে নেন বেশিরভাগ মানুষের মনে।
একটি সেলফি শেয়ার করেন পিয়া নারী দিবসের দিন। যেখানে গায়ে তাঁর মাল্টি কালারের ব্লাউজের সঙ্গে লাল শাড়ি। প্রসাধনেরর বাড়াবাড়ি নেই একেবারেই। চোখে মোটা কাজল, একটা নীল টিপ আর লাল লিপস্টিকই যেন অনন্য করে তুলেছে। এই ছবির ক্যাপশনে পিয়া লিখলেন, ‘আমি মুক্ত নই যতক্ষণ কোনও নারী অমুক্ত থাকে। এমনকী তার শিকল আমার নিজের থেকে আলাদা হলেও…’
আরও পড়ুন: নচিকেতার ‘রাজশ্রী’ নাকি ‘চুরি করা’! সুরে ‘হুবহু মিল’ পেল জনৈক, তাও আবার বিদেশি
নারী স্বাধীনতা, মর্যাদা নিয়ে এর আগেও তাঁকে কোটেশন ভাগ করে নিতে দেখা গিয়েছে সমাজমাধ্যমে। এমনকী পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করায় যখন সবাই তাঁকে ট্রোল করছিল, তখনও প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন। সাফ জানিয়েছিলেন, তাঁর জীবনের দুই পুরুষই কারও না কারও প্রাক্তন। শুধুমাত্র মহিলা বলেই তাঁকে নিয়ে এত ট্রোল। এমনকী, কেউ কেউ নেটপাড়ায় ভুয়ো তথ্য প্রচার করতে থাকে, সন্তান রেখে নাকি বিয়ে করেছেন। তা নিয়েও প্রকাশ্যে মন্তব্য করেন।
আরও পড়ুন: ‘গোমূত্র কুলকুচি’, ‘শিবলিঙ্গে কন্ডোম’! মমতাকে ‘আক্রমণ’ করেও, কীভাবে এত আপন সায়নী
ফেসবুকে লিখেছিলেন, ‘জনস্বার্থে প্রচার করছি, বাধ্য হয়ে। পিয়া চক্রবর্তীর, মানে আমার, কোনো সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়, একটিও নয়। দয়া করে Fake news factoryর দ্বারা মুরগি হবেন না। আচ্ছা নমস্কার। জনতার মঙ্গল হোক।’
আরও পড়ুন: ২০২৪-এর লোকসভা ভোটে তারকা বনাম তারকা! কারা এল ‘পুরনো বন্ধু’র সঙ্গে সম্মুখ সমরে
নভেম্বরে পিয়া বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়কে। এর তিন মাস পরেই মার্চ মাসে বিয়ে করলেন অনুপম রায়। এবারে তিনি জিবনসঙ্গী হিসেবে বেছেছেন গায়িকা প্রশ্মিতা পালকে। তবে প্রাক্তন স্বামীর তৃতীয় বিয়েতে শুভেচ্ছা জানাতে ভোলেননি। এমনকী জানিয়েছিলেন, প্রশ্মিতা আর অনুপম যে একে-অপরকে ভালোবাসে আর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে সে খবরও জানতেন। যেহেতু দুজনে একই ইন্ডাস্ট্রি থেকে।