২০২১ সালের ১১ই নভেম্বর সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে বিয়ে ভাঙেন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন তাঁরা। ৬ বছরের দাম্পত্য ভাঙার কারণ কী? উঠে এসেছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতার কথা। আরও পড়ুন-২রা মার্চ তৃতীয় বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী টলিপাড়ার জনপ্রিয় গায়িকা, চিনুন
দু-বছর পর জল্পনা মিলিয়ে পরমব্রতকে বিয়ে করেন পিয়া। এরপর থেকেই নেটপাড়ার একটা বড় অংশ সমবেদনা জানিয়েছিল অনুপমের প্রতি। অন্যদিকে পিয়ার কপালে জুটেছিল কাটক্ষ আর গালিগালাজ। পরমব্রতকে ‘বউ চোর’ বলে ট্রোল করা হয়েছিল। তিন মাস যেতে না যেতেই সুখবর মিলল। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অনুপম রায়। পাত্রী গায়িকা প্রশ্মিতা পাল। গত বছরেই দুজনের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। অনুপম-প্রশ্মিতার বিয়ের খবর সামনে আসতেই ফের আলোচনায় অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। এত অভিযোগ, এত কটাক্ষ শুনেছেন, অনুপমের বিয়ের খবরে কী প্রতিক্রিয়া তাঁর?
প্রাক্তন স্বামীর বিয়ের খবরে খুশি পিয়া। অনুপম-প্রশ্মিতাকে নতুন জীবনের শুভকামনা জানিয়েছেন। অনুপমের দাম্পত্য সুখের হবে আশা তাঁর। এখানেই শেষ নয়, এই বিয়ের খবর আজ নয় আগে থেকেই জানেন তিনি। আনন্দবাজারকে পরম ঘরণী বলেন, ‘নিজে থেকেই শুভেচ্ছা জানিয়েছি অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতাম।’
প্রশ্মিতাকেও ব্যক্তিগতভাবে চেনেন পিয়া। দুজনেই গানের জগতের মানুষ। বললেন, ‘আগে থেকেই জানি ওঁদের কথা। আমরা তো সকলেই সকলের চেনা। ওঁরা দুজনে ভালো থাকুক'।
অনুপম-প্রশ্মিতার চেনা শোনা বহুদিনের। তবে প্রেম সম্পর্ক নাকি অনুপম-পিয়ার ডিভোর্সের পরেই শুরু। গত বছর মার্চ মাসে কাছাকাছি আসেন দুজনে। অনুপমের মতো প্রশ্মিতারও এটা দ্বিতীয় বিয়ে। এর আগে এক চিকিৎসকে বিয়ে করেছিলেন গায়িকা। সুখের হয়নি সংসার। প্রশ্মিতার হাত ধরে নতুন জীবন শুরুর প্রসঙ্গে অনুপম জানিয়েছেন, ‘জীবনের যে স্টেজে আমরা দাঁড়িয়ে রয়েছি, তাতে আমাদের মনে হয়েছে যদি আমরা বিয়েটা করি তাহলে ভবিষ্যত জীবনটা আরও সুন্দর করে কাটাতে পারব’।
২রা মার্চ আইনি বিয়ে সারবেন দুজনে। জাঁকজমক করে কিছুই করতে চান না অনুপম। দু-বার সম্পর্ক ভাঙার যন্ত্রণার জেরেই কি এই সিদ্ধান্ত? জানা যাচ্ছে, দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়েটা সারবেন তাঁরা। ভেন্যু এখনও ঠিক করেননি। প্রশ্মিতার সঙ্গে আইনি বিয়ে সারলেও পিয়াকে সাত পাক ঘুরে ঘরে এনেছিলেন অনুপম। বসন্তের সন্ধ্যার আলাপে শুরু বন্ধুত্ব, তারপর প্রেম আর পরবর্তীতে ২০১৫ সালে সাত পাক ঘুরে পূর্ণতা পেয়েছিল সম্পর্ক। তবে এখন তাঁরা আলাদা। পিয়া এখন ‘অন্য কারুর গল্পে নায়িকা’ আর অনুপমও ‘অন্য কারুর সঙ্গে ঘর’ বাঁধতে চলেছেন।