আর জি কর ইস্যুতে প্রথম দিন থেকে সরব পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়। ঠোঁটকাটা স্বভাবের জন্য সুপরিচিত সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি। গত ১৪ অগস্ট ‘মেয়েদের রাত দখল’ অভিযানে ছেলে ওশের হাত ধরে পথে নেমেছিলেন পিঙ্কি। পরবর্তীতেও একাধিক প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা গিয়েছে তাঁকে। চিকিৎসক তরুণীর খুনী ও ধর্ষকদের কঠিনতম শাস্তি দাবি করেছেন পিঙ্কি।
কিন্তু সোশ্যাল মিডিয়ার তাতেও স্বস্তি নেই। মঙ্গলবারের ‘নবান্ন অভিযান’ নিয়ে মমতা সরকারকে প্রশ্ন করায় কটাক্ষের মুখে পড়তে হল পিঙ্কিকে। ব্যক্তিগত জীবন টেনে আক্রমণ শুনতে হল কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রীকে। মঙ্গলবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক প্রোফাইলে পিঙ্কি একটি পোস্ট শেয়ার করেন। তার বক্তব্য- ‘আজকের নবান্ন অভিযান বেআইনি হলে, ১৯৯৩ সালের ২১শে জুলাই রাইটার্স অভিযান কি ছিল???’
এই পোস্টের মন্তব্য বাক্সে অধিকাংশই পিঙ্কির সঙ্গে সহমত পোষণ করেন। তবে এক নেটিজেন পালটা আক্রমণের সুরে লেখেন, ‘এগুলো পিঙ্কি বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে কাঞ্চন মল্লিককে অ্যাটাক করছে’। এমন সংবেদনশীল সময়ে এহেন ব্যক্তিগত ও রুচিবিহীন ট্রোলের কড়া জবাব দেন কাঞ্চনের প্রাক্তন। তিনি লেখেন, ‘দয়া করে এই ভীষণ সময়ে ফালতু কমেন্ট করবেন না’। এখানেই থামেনি কটাক্ষ। আরেকজন লেখেন, ‘আপনাকে তো কোথাউ দেখতে পেলাম না, প্রবলেম হল নাকি?’