গত ১৯ অগস্ট হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই চাঞ্চল্য মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনোদন দুনিয়ায়। শোবিজ জগতে প্রতিদিন শোষণের মুখে পড়ছে মেয়েরা। রিপোর্টে মালয়ালম ছবির অভিনেতা সিদ্দিকী, পরিচালক রঞ্জিত বালকৃষ্ণন-সহ একাধিক তারকাদের বিরুদ্ধে অভিনেত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে।
মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্টদের বিরুদ্ধে উঠে আসা যৌন হেনস্থার অভিযোগে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল। এবার সেই দলের কাছে এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তিরুবনন্তপুরম মিউজিয়াম পুলিশ বুধবার প্রবীণ মালয়ালম অভিনেতা সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণ ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে এফআইআর রুজু করল।
২০১৬ সালের জানুয়ারিতে তিরুবনন্তপুরমের একটি হোটেলে একটি আসন্ন ছবি নিয়ে আলোচনার নাম করে এক অভিনেত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন সিদ্দিকি, অভিযোগ এমনটাই।
পুলিশ জানিয়েছে যে সিদ্দিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ২০১৬ সালে ধর্ষণের পর থেকে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) পরিবর্তে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা দায়ের করা হয়েছে। দুটিই জামিন অযোগ্য ধারা। মিউজিয়াম পুলিশ স্টেশনের এক আধিকারিক হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘তদন্তের নেতৃত্ব দেবে সিট।’ হেমা কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী এবং মহিলা টেকনিশিয়ানরা ইন্ডাস্ট্রির খ্যাতনামী পুরুষদের বিরুদ্ধে যৌন নির্যাতনের যে অভিযোগ এনেছেন, সেই সম্পর্কিত দ্বিতীয় এফআইআর এটি।
সোমবার এক বাঙালি অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে এর্নাকুলাম উত্তর থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
৩৫০টিরও বেশি মালায়াল ছবিতে অভিনয় করা ৬১ বছর বয়সী সিদ্দিক গত ২২ আগস্ট মালয়ালম মুভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের (এএমএমএ) সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। অভিযোগ, ওই অভিনেত্রীকে তিনি হুমকিও দিয়েছেন। এদিকে, সিদ্দিকি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং অভিনেত্রীর অভিযোগের পিছনে একটি অ্যাজেন্ডা রয়েছে বলে রাজ্য পুলিশ প্রধানের কাছে অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতিতা নায়িকা বলেন, ‘আমি তখন ইন্ডাস্ট্রিতে নবাগতা ছিলাম। একটি ফিল্ম প্রজেক্ট নিয়ে আলোচনার অজুহাতে সিদ্দিকি আমাকে একটি হোটেলে ডেকে পাঠান। এমন কোনো সিনেমার অস্তিত্বই ছিল না। এটা একটা ফাঁদ ছিল। সে আমাকে যৌন নির্যাতন ও ধর্ষণ করেছে। আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। আমাকে আমার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছিল এবং আমি প্রচুর মানসিক আঘাতের মধ্য দিয়ে গিয়েছিলাম’।
প্রবল চাপের মুখে পড়ে, গত মঙ্গলবার এএমএমএ (‘অ্যাসোসিয়েশন অফ মালায়ালম মুভি আর্টিস্টস’) সভাপতি মোহনলাল সংস্থা থেকে পদত্যাগ করেন এবং সিদ্দিক ও প্রভাবশালী ফিল্ম বডির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে যৌন অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়।