বর্তমান সময়ে কি তবে আর গুণের কদর নেই? প্রশ্নটা উঠছেই সচেতন মহলে। আর সেই প্রশ্নে আরও ইন্ধন জোগালেন অনন্যা পাণ্ডে এবং বরুণ ধাওয়ান। সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর অনেকেরই অভিযোগ মুড়ি-মিছরির দর কী তাহলে একই হয়ে যাচ্ছে। কোন মাপকাঠির ওপর ভিত্তি করে বিচারকরা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা নিয়েও প্রশ্ন উঠছে।
একাধিকবার এমন অনেক অভিনেতা পুরস্কার পেয়েছেন তাঁদের কাজের জন্য যা হয় কারও ভালো লাগেনি, বা কারও চোখে পড়েনি সেই অর্থে। তাহলে তাঁরা কীভাবে সেই কাজের জন্য পুরস্কার পাচ্ছেন, সম্মানিত হচ্ছেন সেই প্রশ্ন উঠছে। এর একটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে ২০১৫ সালে সুরজ পাঞ্চোলি তাঁর ছবি ‘হিরো’র জন্য স্টারডাস্ট অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টিং ডেবিউ মেল পেয়েছিলেন! তখন অনেকেই অবাক হয়েছিলেন বিষয়টা। অনন্যা পাণ্ডে পুরস্কার পাওয়ার পর ফের নতুন করে সেই প্রশ্ন যেন উসকে গেল। এখন সত্যি অনেকের মনে হচ্ছে এই পুরস্কার দেওয়া, সম্মান দেওয়া সবটাই ছেলেখেলা হয়ে গেছে।
সম্প্রতি আইটিএ অ্যাওয়ার্ডস ২০২২ এর অনুষ্ঠান অনুষ্ঠিত হল। আর এই ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বলি পাড়ার বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। তবে তাঁদের মধ্যে সবার নজর কেড়েছে বরুণ ধাওয়ান এবং অনন্যা পাণ্ডে। তাঁরা কিসের জন্য পুরস্কার পেলেন? প্রশ্ন উঠছে সকলেরই মনে।
বরুণ ধাওয়ান দশকের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন! আর এই বিষয়টা কেউই ঠিক হজম করে উঠতে পারছেন না। মানে ব্যাপারটা ঠিক কীভাবে ঘটল? কেনই বা ঘটল? প্রশ্ন উঁকি দিচ্ছে সমালোচক থেকে দর্শক সকলেরই মনে। অক্টোবর, বদলাপুর ও হাল আমলের যুগ যুগ জিও ছাড়া তেমন কোনও ছবি সমালোচকদের মন কাড়েনি। তবে জনপ্রিয় হয়েছে বেশকিছু ছবি। তবে বরুণের থেকে ভালো সিনেমার ট্র্যাকরেকর্ড আছে বেশ কিছু অভিনেতার। তবুও বরুণের বিষয়টা যদিও না কোনও মতে কেউ কেউ জোর করে মেনে নিয়েছেন কিন্তু অনন্যা কিসের জন্য পুরস্কার পেলেন সেটা কারও বোধগম্য হচ্ছে না! তাঁদের এই পুরস্কার নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে যায়। আর সেটা যে ট্রোলের জন্যই সেটা নিশ্চয় নতুন করে বলতে হবে না?
চলতি বছরে অনন্যার দুটো ছবি মুক্তি পেয়েছে, একটা সিনেমা হলে, একটা ওটিটিতে। ওটিটিতে মুক্তি পাওয়া ‘গেহরাইয়ান’ ছবিটা মোটেই তেমন সাড়া ফেলতে পারেনি দর্শকদের মধ্যে। অন্যদিকে সিনেমা হলে মুক্তি পাওয়া ‘লাইগার’ যে কবে হলে এল, আর কবে গেল কেউ টের পায়নি। খাতায় কলমে ওটিটিতে সেরা ডেবিউয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি।
অনন্যাকে এই কারণে ব্যাপক ট্রোলের মুখে পড়তে হচ্ছে। রীতিমত মিম তৈরি হচ্ছে তাঁকে নিয়ে। একজন লেখেন, ' বরুণ পর্যন্ত তো তাও ঠিক ছিল, অনন্যা কিসের জন্য পুরস্কার পেল?' আরেক ব্যক্তি লেখেন, ' অভিনয় না করতে পারার জন্য পুরস্কার দিল নাকি? বলিউডের অধঃপতন হচ্ছে দিন দিন।'

অনন্যাকে নিয়ে ট্রোল
এখনও পর্যন্ত অনন্যা পাণ্ডেকে মোট পাঁচটি ছবিতে দেখা গিয়েছে। আর পাঁচটি ছবিই ফ্লপ করেছে। তিনি তাঁর অভিনয় দিয়ে কাউকেই মুগ্ধ করতে পারেননি। উল্টে তিনি এখন রীতিমত উপহাসের পাত্র হয়ে উঠেছেন। এককালে বোকা বোকা উত্তর দেওয়ার জন্য তাঁকে আলিয়া ভাটের সঙ্গে তুলনা করা হত। তবে আলিয়া তাঁর অভিনয়ের ম্যাজিক দিয়ে সকলের মন জয় করেছেন, কিন্তু অনন্যার ক্ষেত্রে সেটা হয়নি। তিনি নিছকই এখনো একজন স্টারকিডের যাঁর বিরুদ্ধে স্বজনপোষণের মাধ্যমে সুযোগ ও স্বীকৃতি পাওয়ার অভিযোগ আরও পোক্ত হচ্ছে।