মাঝে মধ্যেই অনুরাগীদের জন্য প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন শাহরুখ। 'পাঠান' মুক্তির আগে ট্যুইটারে ফের একবার ‘আস্ক মি এনিথিং’ পর্বের অংশ হয়েছিলেন কিং খান। তবে সেটা মাত্র ১৫ মিনিটের জন্যই…। যেখানেই তিনি অনুরাগীর নানান কৌতুহলের নিরাসন ঘটালেন। যদিও শুক্রবারের এই ‘আস্ক মি এনিথিং’ পর্ব হয়ে উঠেছিল বেশ মজাদার।
আস্ক মি এনিথিং’ পর্বে এক অনুরাগী 'মন্নত'-এর বাইরে সেলফি তুলে শাহরুখকে ট্যাগ করেন করণ সিং নামে এক অনুরাগী। তিনি প্রশ্ন করে বসেন, ‘অপেক্ষা করে আছি, কেন যে আপনি বাইরে আসছেন না?’ এর উত্তরে শাহরুখ তাঁকে লেখেন, ‘আলসেমি চেপে ধরেছে, তাই বিছানাতেই শুয়ে আছি।’
এদিকে 'পাঠান'-এর জন্য ১৯ তারিখ থেকেই অগ্রিম টিকিট বুকিং-এর ব্যবস্থা করা হয়েছে। যার প্রথম দিনেই রেকর্ড পরিমাণ টিকিট বুকিংয়ের কথা শোনা যাচ্ছে। সে প্রসঙ্গ ধরেই এক অনুরাগী বলেন, ‘বুক মাই সো ক্র্যাশ করে গিয়েছে। আমি ফার্স্ট ডে, ফার্স্ট শো দেখতে চাই, দুটো টিকিটের ব্যবস্থা করে দিন।’ উত্তরে টিকিট দিতে সরাসরি অস্বীকার করেন কিং। বলেন, ‘সাইট ক্র্যাশ করুক বা না করুক, টিকিট তোমাকেই কিনতে হবে।’
এখানেই শেষ নয়, এক ব্যক্তি প্রশ্ন করে বসেন, পাঠানে কোনও চুম্বনের দৃশ্য রয়েছে কিনা? বাদশার জবাব ছিল, 'পাঠান আবার কাটে চুমু খাবে? পাঠান কিস করতে নয়, কিক করতে আসছে।'

'কিস করতে নয়, পাঠান আসছে কিক করতে'
এখানে শেষ নয়, এক অনুরাগী শাহরুখকে নিজের হতাশার কথা জানিয়ে লেখেন, তিনি চাকরি হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। তাঁকে শাহরুখ আশ্বাস দিয়ে বলেন, ‘আরও ভালো চাকরি পাবেন, চিন্তা করবেন না। খারাপ সময়ের পরই ভালো সময় আসে।’ কেউ আবার জিজ্ঞাসা করেছেন, ‘আপনি কি জাদুতে বিশ্বা, করেন?’ কিং খান জানিয়েছেন, ‘আমি জীবনে বিশ্বাস করি, তাই জাদুতেও বিশ্বাস করি।’
‘পাঠান’ মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি, ছবির মুক্তি ৫দিন আগে (২০ জানুয়ারি) অগ্রিম টিকিট বুকিং-শুরু হওয়ার কথা থাকলেও তারও একদিন আগে থেকে তা শুরু হয়েছে। রিপোর্ট বলছে ইতিমধ্যেই ‘পাঠান’ সিনেমার প্রধান চেইনগুলিতে ১ লক্ষেরও বেশি টিকিট বিক্রি করেছে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ছবি মুক্তির দিনই 'পাঠান' ২৫-৩০ কোটির ব্যবসা করবে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা এবং গৌতম রোদে অভিনীত এই ছবি হিন্দি ছাড়াও মুক্তি পাচ্ছে তামিল ও তেলগু ভাষাতে। ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা রোহান মালহোত্রা, এর আগে জানিয়েছিলেন, এই ছবিটি 2D ছাড়াও IMAX, 4DX, D BOX এবং হিন্দিতে ICE- ভার্সানেও দেখা যাবে।