গত ১১ মাস ধরে কোন কোন জিনিস মানুষ গুগলে সব থেকে বেশি সার্চ করেছে এবার তার তালিকা প্রকাশ করল গুগল। গুগলের তরফে ‘ইয়ার ইন সার্চ ২০২২’- এর তালিকা প্রকাশ্যে এল। সেখানে বিভিন্ন বিভাগের উপর সেরা ১০টি করে আইটেমের নাম প্রকাশ্যে আনা হয়েছেন বাদ যায়নি সেরা ১০ গানের তালিকাও যেগুলোর বিষয়ে গোটা বিশ্বজুড়ে মানুষ বহুবার সার্চ করেছেন। আর এই তালিকায় সবার উপর জায়গা করে নিয়েছে পাকিস্তানি গায়ক আলি শেঠের গান ‘পাসুরি’। বিটিএসের ‘বাটার’ গানটিকে হারিয়ে বিশ্বের সব থেকে বেশি গুগলে সার্চ করা গান হিসেবে প্রথম স্থান অর্জন করেছে পাসুরি। এই তালিকায় দুটি ভারতীয় গানও জায়গা করে নিয়েছে।
পাসুরি একটি পাঞ্জাবি গান যা আলি শেঠ এবং শেই গিলের গলায় শোনা গিয়েছে। কোক স্টুডিওর ১৪তম সিজনে এই গানটি মুক্তি পেয়েছিল। টিকটক থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক রিলস সব জায়গায় এই গানটি বারবার শোনা যাচ্ছিল। দারুন জনপ্রিয় হয়েছিল গানটি। বহু মানুষ এই গানটির সঙ্গে রিলস বানিয়েছিলেন, ভিডিয়ো তৈরি করেছিলেন।
যদিও বিশ্বজুড়ে বিটিএস ব্যান্ডটি দারুন জনপ্রিয় তবুও তাদের বাটার গানটিকে এই ক্ষেত্রে হারিয়ে দিয়েছে পাসুরি। তবে সেরা ১০ গানের তালিকায় বিটিএসের দুটি গান মোট জায়গা করে নিতে পেরেছে। বাটার গানটির সঙ্গে এই ব্যান্ডের ‘ডাইনামাইট’ গানটিও আছে। ইমাজিন ড্রাগনের দুটি গানও এই তালিকায় জায়গা করে নিয়েছে। তাদের ‘এনিমি’ এবং ‘বিলিভার’ গান দুটি পঞ্চম এবং ষষ্ট স্থানে রয়েছে এই তালিকায়।

সেরা ১০ গানের তালিকায় কেবল বিদেশি বা পড়শি দেশের গানই নেই। আছে দুটি ভারতীয় গানও। আদিত্য এ-র ‘চাঁদ বালিয়া’ এবং পুষ্পা ছবির ‘শ্রীভাল্লি’ রয়েছে এই তালিকায়। চাঁদ বালিয়া গানটিও পাসুরির মতো দারুন জনপ্রিয় হয়েছিল বিশ্বজুড়ে। এই গানটি তালিকার তিন নম্বরে রয়েছে। অন্যদিকে শ্রীভাল্লি আছে ১০ নম্বরে। তবে এই গানের হিন্দি ভার্সনটি বেশিবার সার্চ করা হয়েছে গুগলে যেটা জাভেদ আলি গেয়েছিলেন। এই গানের আসল ভার্সন, অর্থাৎ তেলেগু ভার্সনের গানটি সিড সিরাম গেয়েছিলেন।
এছাড়া এই তালিকায় ব্যাকস্ট্রিট বয়েজের ‘এভরিবডি’ গানটি আছে, সঙ্গে আছে ইন্ডিলার ‘এইনসি বাস লা ভিদা’, গ্লাস অ্যানিমালসের ‘হিট ওয়েভস’।