
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
কেউ বলছেন কালী তো, কেউ বলছেন শি-হাল্ক! ‘ভোগ’-এর পোস্টার প্রকাশ্যে আসতেই চরম ট্রোলের মুখে পড়েছেন পার্ণো মিত্র। ‘নিকষছায়া’র পর ফের অলৌকিক গল্পের পরিচালক হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায় ফিরছেন, সে খবর গত বছরই জানা গিয়েছিল। অভীক সরকারের অতি জনপ্রিয় গল্প ‘ভোগ’ নিয়ে নতুন ওয়েব সিরিজ বানাচ্ছেন অভিনেতা-পরিচালক। আর সেই সিরিজের প্রধান মুখ হিসেবে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য এবং পার্ণো মিত্রকে। বহু অপেক্ষা পর প্রকাশ্যে এল ছবির পোস্টার। আর তারপরই নেটদুনিয়ায় কটাক্ষের শিকার নায়িকা।
গত বছরের শেষের দিকে বড়দিনের আগে সিরিজের দুই মুখ্য চরিত্র 'অতীন' ও 'ডামরি'-এর লুকে অনির্বাণ ভট্টাচার্য এবং পার্ণো মিত্র প্রথম লুক প্রকাশ্যে এসেছিল। এরপর অবশেষে শুক্রবার প্রকাশ্যে আসে পরমব্রতর নতুন সিরিজের পোস্টার আর তারপর থেকেই শুরু এই কান্ড।
প্রযোজনা সংস্থা শুক্রবার সিরিজের পোস্টার তাদের অফিসিয়াল পেজে পোস্ট করে। সেখানেই নেটজেনরা একাধিক নেগেটিভ কমেন্টে ভরিয়ে দিয়েছেন। তবে কেউ কেউ আবার বেশ রসিকতাও করেছেন। একজন মন্তব্য করেন, ‘পার্ণো মিত্র শেষ কালে কালী ঠাকুর সাজলো নাকি! ভয় বা ভক্তি দুটো জাগাতেই বড্ড কষ্ট হবে।’ আর একজন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে 'শি-হাল্ক'-এর গায়ের রং সবুজের সঙ্গে সাদৃশ্য দেখে তার সঙ্গেই নায়িকার তুলনা করেছেন। ছাড় পাননি অনির্বাণও। তাঁকেও মার্ভেলের ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর সঙ্গে তুলনা করে ওই ব্যক্তি লেখেন, ‘শি-হাল্ক অ্যান্ড ডক্টর স্ট্রেঞ্জ'।
তবে এখানেই শেষ নয় একব্যক্তি তো একেবারে পোস্টার শেয়ার করে পার্ণোকে শি-হাল্ক বলে রসিকতা করেছেন। তাছাড়াও আর একজন দাবি করেছেন পার্ণো নয় বরং এই চরিত্রের জন্য উপযুক্ত সোহিনী সরকার। তিনি কমেন্টে লেখেন, সোহিনী সরকারকে দরকার ছিল এখানে। অন্য এক ব্যক্তি আবার পার্ণোর বদলে পাওলি দামের কথা বলেন। তিনি লেখেন, 'সবই ঠিক ছিল তবে পার্ণোর বদলে পাওলি দাম হলেই ঠিক হত।' আরও এক নেটিজেনও সেই সুরে সুর মিলিয়ে লেখেন, 'পার্ণোকে ভালো লাগছে না। অন্য কেউ হলে ভালো লাগত।' তাছাড়াও এই গল্পের এক পাঠক মন্তব্য করেছেন, ‘ডামরি কখন এই রূপ নিল! আর দেবী মাতঙ্গী তো গল্পে একবারও দর্শন দেয়নি...।’
তাছাড়াও কমেন্ট সেকশনে অনেকে পরিচালককেও কটাক্ষ করেছেন। পরমব্রতর আগের একটি সিরিজ 'পর্ণশবরী শাপ'-এর প্রসঙ্গ টেনে বলেন, ‘আবার একটা ভালো গল্পের বারোটা বাজাবে। বাংলার কোনও পরিচালক মাইথোলজিক্যাল বা সাধারণ ধর্মভিত্তিক দেব-দেবী নিয়ে কিছু বানানোর ক্ষমতাই নেই। পর্ণশবরীর গল্পটা যেমন একটা মিডিওকার সিরিজ বানালো। এটাও তাই হতে চলেছে। এই ব্যাপারে সাউথ, বিশেষত মালিয়ালি আর তেলেগু পরিচালকরা অসাধারণ কাজ করেছেন।’ আর একজন লেখেন, ‘আপনারা আবারও শুরু করলেন, 'ভোগ' গল্পটাকে এবার সত্যিই ভোগে পাঠিয়ে ছাড়বেন।' আর একজন নেটিজেন রসিকতা করে লেখেন, ‘ফ্রাইড রাইস না হলেই ভালো’।
৳7,777 IPL 2025 Sports Bonus