২০২৪-এর শুরু থেকেই প্রকাশ্যে আসে ফেডারেশন ও ডিরেক্টর্স গিল্ডের দ্বন্দ্ব। আর দুই পক্ষের এই লড়াইয়ে বারবার শিরোনামে উঠে এসেছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। যদিও আখেড়ে এই ঝামেলায় ক্ষতির শিকার হয়েছে দুই পক্ষই। বারবার একে অপরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে তারা। এদিকে ১ মে, শ্রমিক দিবসেই মিটিং-এর ডাক দিয়েছেন ফেডারেশনের সভাপতি অরূপ বিশ্বাস। আবার আর্টিস্ট ফোরামেরও মিটিং রয়েছে। আর তাই বলাইবাহুল্য এদিন আবারও একবার চর্চা কেন্দ্রবিন্দুতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।
এদিক তার আগে বুধবার রাতে একটি বিশেষ ভিডিয়ো বার্তায় ফেডারেশন-পরিচালক দ্বন্দ্ব নিয়ে মুখ খলেন নির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায় চৌধুরী ও বিদুলা ভট্টাচার্য। ‘আপনাদের কাছে সাড়ে ১৫ মিনিট সময় চাইছি। বিষয়- "ফেডারেশন ও ডিরেক্টরস গিল্ড’ ক্যাপশানে একটা লম্বা ভিডিয়োতে গোটা সমস্যাটি নিজেদের মতো করে তুলে ধরেন তাঁরা। সেই ভিডিয়োতে ঠিক কী বলেছেন তাঁরা? চলুন শুনে নি…
ভিডিয়োর শুরুতে অনির্বাণ ও সুদেষ্ণা বলেন, ‘এই ভিডিয়োটি আমাদের টেকনিশিয়ান ভাইবোনেদের জন্য। তাঁদের অনেকেই জানেন, নানান নিময়কানন নিয়ে আমাদের সঙ্গে ফেডারেশনের একটা বিবাদ হয়েছে। তাঁদের বারবার বলা হয়েছে আমরা নাকি তাঁদের বিপক্ষে ৷ আমরা যেমন দীর্ঘদিন ধরে তাঁদের চিনি, তাঁরাও আমাদের বহুবছর ধরে চেনেন। তাঁরা আমাদের পাশে থেকেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে বহুবছর কাজ করেছেন। আমরা বিশ্বাস করি, তাঁরা আমাদের খুব ভালো করে চেনেন ৷ আমাদের আসল উদ্দেশ্য কী তা তাঁরা জানেন ৷ তাঁরা সবটাই বোঝেন, প্রবল চাপ ও হুমকির মুখে তাঁদের তাঁদের মনের কথা বলতে পারেন না। তবুও উল্টোদিকে দিবারাত্রি তাঁদের মনে কিছু সন্দেহ হয়ে থাকে, আমরা চাই তাঁদের সামনে সত্যিটা তুলে আনতে। কারা তাঁদের স্বার্থে কাজ করছে, আর কারা তাঁদের বিপক্ষে, একটু দেখে নেওয়া যাক…।'