আরজি কর-কাণ্ডের পর রাত দখলের পথে নেমেছিলেন মহিলারা। এক জোটে ১৪ অগস্ট রাতে জাগে ও মিছিল করে গোটা বাংলার সব বয়সী মেয়েরা। তবে এরপরই নারী সুরক্ষা দেওয়ার নামে সরকারের তরফে যে নিয়মাবলি জারি করা হয়েছে, সেখানে এড়িয়ে যেতে বলা হয়েছে মহিলাদের নাইট ডিউটি! যাতে মিমি চক্রবর্তী আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, এবার মুখ খুললেন পরমব্রত, স্বস্তিকাও।
কী বলছেন পরমব্রত:
রবিবার টলিউড তারকারা পথে নামলে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়কে। জবাবে তিনি বলেন, ‘নিঃসন্দেহে লজ্জার। এখনও যে বলতে হচ্ছে আমাদের নারীরা রাতের দখল নাও, বলতে হচ্ছে যে নাইট ডিউটি কম হচ্ছে মহিলাদের (হেসে ফেলেন তিনি, সেই হাসি ব্যাঙ্গাত্মক, সে হাসি কষ্টের-লজ্জার)। এটা আমি মানতে পারছি না যে, মহিলাদের নাইট ডিউটি কম রাখব। তাহলে মানেটা কী হল। রাত্রিবেলা মহিলাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার! এটা তো আমরা চাইছি। যাতে কেউ কারও অধিকার থেকে বঞ্চিত না হয়। সুরক্ষিত করার দায়িত্ব তো প্রশাসনের। বা যেখানে যিনি কাজ করবেন, শুধু হসপিটাল নয়, সেই কতৃপক্ষের। তা বলে মেয়েরা নাইট ডিউটি করতে পারবেন না, ইয়ার্কি হচ্ছে নাকি?’
আরও পড়ুন: ‘আমাদের পুরুষ মানুষদেরও একটু লজ্জা হওয়া উচিত’! আরজি কর নিয়ে বললেন এক মেয়ের বাবা শাশ্বত চট্টোপাধ্যায়
নাইট ডিউটি নিয়ে স্বস্তিকার বক্তব্য:
মুখ খুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তিনি ফেসবুকে লেখেন, ‘নাইট ডিউটি থেকে অব্যহতি নয় কর্মক্ষেত্রে নারী সুরক্ষা আইন চাই! মেয়েদের জন্য কোন গণ্ডি বা লক্ষণ রেখা টানবেন না! সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আইনসভায় আইন প্রণয়ন করুন!’
আরও পড়ুন: ‘ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মেয়েটা আপনার বাড়ির মেয়ে…’! মমতাকে খোলা চিঠি রুদ্রনীলের
মিমির বক্তব্য:
একটা পোস্টার শেয়ার করেছেন মিমি। যেখানে কিছু কথা লাল কালিতে কাটা। আর কিছু কথা রেখে দেওয়া হয়েছে। রেখে দেওয়া কথাগুলি হল, 'He Rapped Her', (ছেলেটি তাকে ধর্ষণ করেছে) Educate Your Son (নিজের ছেলেকে শিক্ষা দিন), Ask Your Son to come home Early, It Will be safe then. (তাই আপনার ছেলেকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলু, তাহলেই নিরাপত্তা বজায় থাকবে)।
আরও পড়ুন: ‘মমতার পদত্যাগ’ দাবির মঞ্চে অঞ্জন দত্ত! RG Kar-কাণ্ড নিয়ে কী বার্তা দিলেন
শুধু তারকারা নয়, সাধারণ মানুষেরও এই একই মত। নাইট ডিউটি কমিয়ে দায়িত্ব এড়ালে চলবে না। সরকারকে দায়িত্ব নিতেই হবে নিরাপত্তার। লিঙ্গ ভেদাভেদ ভুলে সঠিক শাসন বহাল করতে হবে, শুধু রাজ্য নয়, গোটা দেশে।