Palak Tiwari-Shweta Tiwari: 'মা একদিন অনেক কষ্ট করেছেন, বস্তিতে এক কামরায় থাকতেন', বলছেন শ্বেতা কন্যা পলক
1 মিনিটে পড়ুন Updated: 05 May 2023, 03:39 PM ISTপলক তিওয়ারি বলেন, ‘আমার মা জীবনে সবটাই দেখেছেন, ভালো মন্দ সবটাই। ওঁর এমনও দিন গিয়েছে যখন মা বস্তিতে একটা কামরার ঘরে থাকতেন। ওই একটা ঘরেই আমার দিদা, দাদু, মা সকলেই থাকতেন। সেখান থেকেই আমার মায়ের জীবনের শুরু।এসব শোনার পর বুঝতেই পারছেন, সকলেই সোনার চামচ মুখে নিয়ে জন্মান না।'
শ্বেতা তিওয়ারি-পলক তিওয়ারি