পর্দায় অনেকেই কখনও রাম, কখনও রাবণ সেজে নজর কেড়েছেন। চরিত্রগুলোকে অন্য মাত্রায় নিয়ে গিয়ে নিজেরাই যেন সেই চরিত্রের প্রতিমূর্তি হয়ে উঠেছেন। কিন্তু জানেন কি এমন এক অভিনেতা আছেন যিনি পর্দায় রাম, রাবণ দুই চরিত্রে অভিনয় করেছেন। এমনকি ১৭ বার, মানে ১৭ টি সিনেমায় কৃষ্ণের বেশে ধরা দিয়েছেন। কে তিনি? এনটিআর রামা রাও।
আরও পড়ুন: অষ্টমীতে ৭০ টির বেশি শো হাউজফুল, জানালেন দেব! ৩ দিনের আয়ের নিরিখে এগিয়ে কে টেক্কা, বহুরূপী নাকি শাস্ত্রী?
আরও পড়ুন: ব্রালেট ব্লাউজের সঙ্গে লাল শাড়িতে অনন্যা আলিয়া! কার হাত ধরে এলেন কাজল আর অয়ন মুখোপাধ্যায়দের বাড়ির পুজোয়?
এনটিআর রামা রাও প্রসঙ্গে
দশেরা বা বিজয়া দশমী আজ অনুষ্ঠিত হবে অনেক জায়গায় দুপুরের পর। কোথাও আবার কাল অনুষ্ঠিত হবে। এই উৎসবের মূলে আছে দুষ্টের বিনাশ করে ভালোর জয়। রাবণকে রাম পরাজিত করেছিল এই দিনেই, এমনটাই কথিত আছে। ফলে দিনটার যে হিন্দুদের কাছে প্রবল গুরুত্ব আছে বলার অপেক্ষা রাখে না। আর এই রাম রাবণের যুদ্ধের কথা নিয়ে ভারতে বহু ছবি হয়েছে। সেখানেই অনেক অভিনেতা রাম বা রাবণ হলেও একমাত্র একজন অভিনেতাই দুই চরিত্রে অভিনয় করেছেন। আর তিনি হলেন তেলুগু অভিনেতা এনটিআর রামা রাও। কেবল রাম, রাবণ নয়। তিনি কৃষ্ণের চরিত্রেও বহুবার অভিনয় করেছেন।
১৯৬৩ সালে লবকুশ ছবিতে তিনি প্রথমবার রাম হন। এর আগে ১৯৫৮ সালে তিনি ভূকৈলাশ ছবিতে রাবণের চরিত্রে ধরা দিয়েছিলেন। যদিও সেই ছবি তেমন ভাবে চলেনি। কিন্তু ১৯৬১ সালের ছবি সীতারাম কল্যানম ছবিতে তিনি রাবণ হিসেবে নজর কাড়েন। ১৯৬০ থেকে ৭০ এর দশকে তিনি পর পর মহাকাব্যের উপর নির্মিত বিভিন্ন ছবিতে কাজ করেন। আর এই ভাবেই তিনি দারুণ খ্যাতি অর্জন করেন তেলুগু ছবিতে। ১৯৭০ সালে ৬টির বেশি মন্দির বানানো হয় তাঁর। অন্ধ্র প্রদেশের বিভিন্ন জায়গায় সেই মন্দিরগুলো অবস্থিত। সেখানে তাঁকে রাম এবং কৃষ্ণ রূপে পুজো করা হয়। আজও। যদিও বিষয়টা নিয়ে মোটেই খুশি ছিলেন না এনটিআর।
আরও পড়ুন: অনিকেত-স্নিগ্ধাদের সঙ্গে ৩ দিন অনশন বৃদ্ধার! মুগ্ধ নেটপাড়া বলছে, 'এঁরাই আসল সহযোদ্ধা'
১৯৮২ সালে ধীরে ধীরে ছবির জগৎ থেকে সরে যান এনটিআর রামা রাও। যোগ দেন তেলুগু দেশম পার্টিতে। পরের বছরই পার্টি নির্বাচনে জয়ী হতেই মুখ্যমন্ত্রী হন অভিনেতা। ৩ বছর তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান। এরপর ১৯৯৬ সালের জানুয়ারি মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৭২ বছর বয়সে।