শাহিদ কাপুর সম্প্রতি নিজের ছবি দেবা-র প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত। আর এই সিনেমার প্রচারে গিয়েই শাহিদের বিশেষ একটি বক্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। ছবির প্রচারে এসে শাহিদ বলেছিলেন, ‘জব উই মেট’ সিনেমার গীত এবং আদিত্যের ‘হ্যাপি এন্ডিং’ হয়েছে তবে তাঁদের বিয়ে হয়ে গেলেও পরে বিবাহবিচ্ছেদ হয়ে যাবে। শাহিদের এই কথায় কেউ সহমত পোষণ করেছেন।কেউ আবার তুলে ধরেছেন নিজেদের যুক্তি।
কী বলেছিলেন শাহিদ?
'জব উই মেট' সিনেমার আদিত্যের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে শাহিদ বলেছিলেন, আদিত্য এবং গীত দুজনের চরিত্র একেবারে আলাদা। গীত সবসময় নিজের জগতে ব্যস্ত থাকে। আদিত্য অনেক বেশি ম্যাচিওর। একে অপরকে বিয়ে করলে তাঁরা হয়ত কিছু সময়ের জন্য খুশি হত ঠিকই, কিন্তু বেশিদিনের জন্য নয়।
আরও পড়ুন: ফের সাইবার ক্রাইমের শিকার ডোনা, পুলিশের দ্বারস্থ সৌরভ জায়া, কী ঘটেছে?
আরও পড়ুন: মা হওয়ার পর প্রথম র্যাম্প ওয়াক দীপিকার, হাততালি দিয়ে উৎসাহ দিলেন আলিয়া
শাহিদের এই মন্তব্যটি সাময়িকভাবে বিতর্ক তৈরি হলেও সম্প্রতি REDDIT ব্যবহারকারীরা এনেছেন বিশেষ একটি পরিসংখ্যান। যেখানে তুলে ধরা হয়েছে সিনেমার গল্পে হ্যাপি এন্ডিং হলেও, যদি এরাঁ বিয়ে করত তাহলে বেশিদিন সংসার করতে পারত না। কারা রয়েছেন এই তালিকায়? দেখে নিন…
তালিকায় প্রথমেই রয়েছে ‘দিলওয়ালে দুলানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার রাজ ও সিমরানে। এক নেটিজেন লিখেছেন, ‘রাজ ভীষণ অপরিণত ছিল। একে অপরের ব্যক্তিত্ব না জেনেই তারা বাড়ি থেকে পালায়। এই বিয়ে বেশিদিন টিকবে না।’ অন্য একজন লিখেছেন, ‘আমি অবশ্য এদের বিবাহবিচ্ছেদের সম্ভাবনা কম দেখছি’। তৃতীয় একজন লিখেছেন, ‘রাজ সারাদিন বন্ধুদের সঙ্গেই আড্ডা মারে। তবে সে তার বাবার ব্যবসা যোগ দিতে পারে। কিন্তু সিমরনের মনের মতো সে হতে পারবে না।’
এরপরই আসে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার কবীর ও নয়নার কথা। অনেকেরই মত প্রাথমিকভাবে এই জুটিকে ভালো লাগলেও পরে ডিভোর্স হওয়ার সম্ভাবনা থেকেই যায়। একজন লিখেছেন, ‘এই জুটি বড্ড বেশি বেমানান।’ অন্য একজন লিখেছেন, ‘একজন মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে সব থেকে বেশি আঘাত ভালোবাসার মানুষের থেকেই পায়। এখানেও তাই হবে।’ অন্য একজন লিখেছেন, ‘নয়না এবং কবীরের চিন্তাভাবনা একদমই আলাদা। তাই ডিভোর্স হবেই।’
আরও পড়ুন: সোহিনীর পর গোপনে গাঁটছড়া বাঁধলেন রণজয়ের আরও এক প্রাক্তন! প্রিয়াঙ্কার পাত্র কে?
আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’এ রণবীরের শয্যাসঙ্গিনী! সেই তৃপ্তি ‘ন্যাশনাল ক্রাশ!’ শুনে একী বলে বসলেন পরমব্রত?
তবে শুধু এই দুই জুটি নয়, ‘র্যাহনা হে তেরে দিল মে’ সিনেমার ম্যাডি ও রীনা, ‘কবীর সিং’ সিনেমার কবীর এবং প্রীতির বিয়ে হলে তাঁদেরও নাকি অদূর ভবিষ্যতে বিবাহ-বিচ্ছেদে হয়ে যেত বলে ধারণা সকলের। আবার কেউ শাহিদের এই কথার পেছনে বাস্তব জীবনের ব্রেকআপকেই দায়ী করেছেন।