বাংলা নিউজ > বায়োস্কোপ > Nita Ambani Necklace Cost: নীতা আম্বানির সবুজ হারটির যা দাম, তাতে ১০ বার ডাকা যাবে শাহরুখ-সলমন-আমিরকে! কী বিশেষত্ব এটির
পরবর্তী খবর
Nita Ambani Necklace Cost: নীতা আম্বানির সবুজ হারটির যা দাম, তাতে ১০ বার ডাকা যাবে শাহরুখ-সলমন-আমিরকে! কী বিশেষত্ব এটির
1 মিনিটে পড়ুন Updated: 07 Mar 2024, 07:08 AM ISTTulika Samadder
জামনগরে আম্বানিদের প্রাক বিবাহ অনুষ্ঠানের চর্চা এখন দিকে দিকে। পৃথিবী থেকে আসা তাবড় অতিথিদের মাঝে নিজের গয়নার কালেকশন দেখানোর সুযোগ ছাড়েননি নীতা! গলায় থাকা সবুজ হারটির দাম যে কারও মুখ হাঁ করবে।
নীতা আম্বানির ৫০০ কোটির গলার হার।
গুজরাটের জামনগরে ৩ দিন ব্যপী প্রি ওয়েডিং চলেছে মুকেস আম্বানির ছোট ছেলে অনন্ত আর রাধিকা মার্চেন্টের। বলিউড তারকারা তো ছিলেনই, বিশ্বের নানা প্রান্ত থেকে তাবড় তাবড় ব্যক্তিত্বরা, হাজির হয়েছিলেন এই বিশেষ দিনে। মার্ক জুকারবার্গ, বিল গেটস, ডোনাল্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, রোনাল্ডো, শাহরুঃসলমন-আমির, আলিয়া, রণবীর, শচীন, ধোনি, হার্দিক, সানিয়া নেওয়াল-- কাকে ছেড়ে আপনি কার নাম নেবেন! হলিউডের বিখ্যাত পপ তারকা রিহানাও পারফর্ম করতে আসেন।
জানা যায়, ছোট ছেলে ও তাঁর দীর্ঘ দিনের বান্ধবী অনন্ত ও রাধিকার প্রি ওয়েডিংয়ের জন্য খরচ হয়েছে ১২০ মিলিয়ন ডলার, ভারতীয় টাকায় হিসেব করলে যে অঙ্কটা দাঁড়ায় ১২৫৯ কোটি টাকা।
এরই মধ্যে নীতা আম্বানির একটি গয়নার দাম শুনে রীতিমতো ভিরমি খাওয়ার মতো অবস্থা নেট-বাসিন্দাদের। প্রি ওয়েডিং অনুষ্ঠানের একটি লুকে তিনি নিজেকে একটি পান্না-খচিত হীরার নেকলেস দিয়ে সজ্জিত করেছিলেন। গায়ে ছিল সোনালি রঙের শাড়ি। আর লুক কমপ্লিট করেছিলেন ম্যাচিং কানের দুল, চুড়ি আর আংটি দিয়ে। জানা যাচ্ছে, পান্নার সেটটি তাঁর গলায় শোভা পেয়েছে সেটির দাম ৪০০-৫০০ কোটি টাকা।
উৎসবের তৃতীয় দিনে, নীতা আম্বানি তাঁর গয়না নির্বাচনের মাধ্যমে মনোযোগ আকর্ষণ করেছিলেন। তিনি একটি দুর্দান্ত হিরের আংটি পরেন যা, স্বর্গের আয়না (মিরর অফ প্যারাডাইস) হিসাবে পরিচিত। ৫২.৫৮ ক্যারেট হিরের এই অত্যাশ্চর্য আংটিটির মূল্য প্রায় ৫৩ কোটি টাকা। উল্লেখযোগ্যভাবে, নীতা আম্বানি এর আগে নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এই অসাধারণ আংটি পরেছিলেন।
নিজের প্রি ওয়েডিংয়ে হাতে থাকা দামি ঘড়ি দিয়ে অনন্ত চমকে দিয়েছিলেন মার্ক জুকারবার্গকেও। তিনি একটি Richard Mille RM 56-02 নীলকান্তমণি ট্যু রবিলন ঘড়ি পরেন। যা নিজের ঐশ্বর্য ও বিশেষত্বের জন্য বিখ্যাত। আনুমানিক ২.২ মিলিয়ন (প্রায় ১৮.২ কোটি টাকা) দাম এটির। বিলাসবহুল ঘড়িটি ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যানকেও অভিভূত করে। জুকারবার্গ ঘড়ির প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, ‘আমি সত্যিই ঘড়ির প্রতি আগ্রহী নই একেবারেই, কিন্তু এটা দেখার পরে মনে হচ্ছে আমি হতেও পারি।’