রবিবারের সন্ধ্যায় মুম্বইতে সাত বছরের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রথমে রেজিস্ট্রি এবং তারপর গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেন নবদম্পতি। আর এই রিসেপশনে প্রধান আকর্ষণই ছিল সাবেক সাজে সেজে ওঠা শত্রুঘ্ন কন্যা।
রবিবার দিনের আলোয় সাদা পোশাকে আইনি বিয়ে সারেন সোনাক্ষী। এরপর রিসেপশনে লেহেঙ্গা ছেড়ে সেজেছিলেন লাল শাড়িতে। নিজের এই বিশেষ দিনের সন্ধ্যেতে বাঙালি সাজকেই প্রধান্য দেন অভিনেত্রী। তাঁর সিঁথিতে ছিল চওড়া সিঁদুর, টান টান করে বাঁধা খোঁপা, কপালে টিপ, মানানসই জুয়েলারি। তবে লাইমলাট কেড়ে নিয়েছে তাঁর হাতের নকশা, মেহেন্দি ছেড়ে সাবেক লুকের সঙ্গে পড়েন আলতা । ঐতিহ্যের সঙ্গেই সোনাক্ষীর এই সাজ মন জিতে নিয়েছে সকলের। অপরদিকে, রিসেপশনে জাহির বেছে নেন সাদা বন্ধগলা শেরওয়ানি জ্যাকেট, ম্যাচিং সাদা শার্ট এবং প্যান্ট সেট।
আরও পড়ুন: (২ ‘পলাতক’ একসঙ্গে! বিজয় মালিয়ার ছেলের বিয়েতে কবজি ডুবিয়ে খেতে এলেন ললিত মোদী)
আলতা কী?
ভারতীয়দের মধ্যে বিশেষ কোনও উপলক্ষ যেমন পূজা অনুষ্ঠান, ধর্মীয় উৎসব এবং বিবাহের সময় আলতা পরার রীতি রয়েছে। আলতা বা মহাভার একটি লাল রঞ্জক যা মহিলারা তাদের হাত এবং পায়ে পরে থাকেন। শুধু মহিলা নয়, পুরুষদের মধ্যেও নিজের বিয়ের অনুষ্ঠানের সময় পায়ে আলতা পরার প্রথা রয়েছে। এই প্রথাটি প্রধানত: হিন্দু ধর্মে প্রচলিত। সাধারণত একটি তুলো বা ব্রাশ দিয়ে প্রয়োগ করা হয়। আলতা দিয়ে হাত ও পা সজ্জিত করা হিন্দু ধর্মে শুভ এবং পবিত্রতার প্রতীক বলে বিবেচিত হয়। ভারতীয় পৌরাণিক কাহিনি অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ তাঁর প্রিয়তমা রাধার হাতের তালুতে এই আলতা নামক লাল রঞ্জক পরিয়ে দিয়েছিলেন।
রিসেপশন সম্পর্কে
শিল্পা শেট্টির বিলাসবহুল হোটেল ‘বাস্তিয়ান’-এ আয়োজন করা হয় সোনাক্ষী-জাহিরের জমজমাট রিসেপশন। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় ধরা দেন নবদম্পতি। রেখা, সলমন খান, কাজল, অদিতি রাও হায়দারি সহ অন্যান্য অভিনেতা সহ বলিউডের সব নামকরা ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা। পাপারাৎজিদের সঙ্গে বসেও ছবি তোলেন তাঁরা। রবিবার সন্ধ্যায় সোনাক্ষী নিজেই তাঁর অফিশিয়াল পেজে আইনি বিয়ের ছবি পোস্ট করেন। বাবা মায়ের আশীর্বাদ নিয়েই নতুন পথ চলা শুরু করেন তিনি।
আরও পড়ুন: (স্বরা ভাস্করকে বডি শেমিং করায় ক্ষমা চাইলেন ফুড ভ্লগার নলিনী, প্রতিক্রিয়া নায়িকার)
অভিনেতা সলমন খানের সূত্র ধরে আলাপ হয়েছিল সোনাক্ষী আর জাহিরের। এরপর দুজনে ডবল এক্সেল ছবিতে অভিনয়ও করেন। সোশ্যাল মিডিয়ায় দুটিতে জুটি বেঁধে তাঁরা ছবি দিতেন প্রায়শই। এরপর বিয়ের খবর কানাঘুষো আসতেই ভিন্নধর্মী বিয়ে নিয়ে নানা মতামত পোষণ করেন সকলে। তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে সোনাক্ষী শুভ পরিণয় সারলেন অবশেষে।