এক প্রবাসী বাঙালির কলকাতার সঙ্গে পরিচয় হওয়ার গল্প। প্রেমিকার টানে যে ছুটে এসেছে বিদেশ থেকে। যেদিন মল্লারের বিমান কলকাতার মাটি স্পর্শ করেছে, সেদিনই এক নির্মম পথ দুর্ঘটনা মৃত্যু হয় তাঁর প্রেমিকার। এরপর? এই নতুন ওটিটি সিরিজের নাম ‘ইতি মেমোরিজ’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে পোস্টার।
প্রবাসী বাঙালি মল্লার। তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা এবং বাগদত্তা আহেরি। আর আহেরির আবদার পূরণ করার জন্যই কলকাতাস আসা মল্লারের। কারণ দু সপ্তাহ পরেই তাঁদের বিয়ে। ভালোবাসার মানুষের ভালোবাসার শহরটিকে নিজের মতো করে চিনে নিতে চায় সে। কথা ছিল মল্লারের এই কলকাতা ট্রিপে তার ট্যুর গাইড হবে আহেরি। এই তিনশো বছরের প্রাচীন শহরের ইতিহাসের সঙ্গে মল্লারকে পরিচিত করে তুলবে সে।
আরও পড়ুন: 'ঐন্দ্রিলার কথা মাথায় ছিল না…’, বিতর্কিত পোস্টের পর মুখ খুললেন ঋত্বিক
মল্লারের বিমান কলকাতার মাটি স্পর্শ করার আগেই এক নির্মম পথ দুর্ঘটনায়ে মৃত্যু হয় আহেরির। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়েন মল্লার। মজার ছলে বলা নিজের সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না আহেরির।