স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতী তীরন্দাজ’। মেগার নায়িকা 'রাঙামতী' তিরন্দাজী করে। তবে ধারাবাহিকে তার এই তিরন্দাজীর পথে অনেক বাধা এসেছে। কখন হাতে চোট পেয়েছে সে, আবার কখনও ষড়যন্ত্র করে তাকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবারও 'রাঙামতী তীরন্দাজ’-এর নতুন প্রোমোয় তেমনই এক বাধার ছবি উঠে এসেছে। কিন্তু সেই প্রোমো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক ট্রোল। রাঙামতীকে মহাভারতের ভীষ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে।
আরও পড়ুন: সায়কের জীবনে নতুন শুরু ! ‘রেজেস্ট্রি হয়ে গিয়েছে…', HT Bangla-কে বললেন অভিনেতা
কেন এমন ট্রোল শুরু হয়েছে?
এক নেটিজেন সমাজ মাধ্যমের পাতায় রাঙ্গামতীর নতুন প্রোমো শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে। প্রতিযোগিতার আগে রাঙাকে হারানোর জন্য তাকে পিছন দিক থেকে তীরবিদ্ধ করা হয়। তবে একটা নয় একাধিক তীর তার শরীরকে বিদ্ধ করে। কিন্তু তাতেও রাঙা থেমে থাকে না। সে ওই প্রতিকূলতাকে জয়কে নিজের লক্ষ্যে স্থির থাকতে চায়। কিন্তু তীরের আঘাতে তার শরীর মুষড়ে পড়ে। পিঠে একাধিক তীর নিয়েই মাটির উপর লুটিয়ে পড়ে সে। আর তা দেখে অনেকেই এই দৃশ্য ব্যাঙ্গ করে ভীষ্মের শরশয্যার সঙ্গে তুলনা করে ট্রোল করা শুরু করেন। ওই নেটিজেন প্রোমোর ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মহারথী ভীষ্ম নারী রূপে আগমন।’
নেটিজেনরাও নানা মন্তব্যে ভরিয়ে দেন। একজন লেখেন, ‘যা পারছে বানাচ্ছে, যা পারছে দেখাচ্ছে, না লজ্জা আছে স্ক্রিপ্ট রাইটারের, না লজ্জা আছে অভিনেতাগুলোর। টাকা কমানোর জন্য যা পারছে তাতেই অংশগ্রহণ করছে।’ আর একজন রসিকতা করে লেখেন, ‘এতটা কষ্ট মনে হয় বর্ডার সিনেমাতে সুনীল শেট্টি ও অক্ষয় খান্নাও পায়নি। যতটা কষ্ট এই মেয়েটা পাচ্ছে।’
আরও পড়ুন: ‘আমার পর পর দু’বার বিয়ে হয়েছে…', বিবাহবার্ষিকীতে বর অগ্নিদেবের সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন সুদীপা
আর এক নেটিজেন লেখেন, ‘আজকালকার গুন্ডাগুলোও হয়েছে, বন্দুক রাখে না সঙ্গে, তাহলেই তো one shot-এ কাজ হয়ে যেত।’ আর এক ব্যক্তি লেখেন, ‘ওটা রক্ত নয়, ওটা কেচাপ বোঝা যাচ্ছে..’। আর এক ব্যক্তি লেখেন, ‘সর্বনাশ করেছে এটাও সম্ভব’। আর একজন মন্তব্য করেন, ‘মহারথী ভীষ্ম মেয়ে হয়ে জন্ম নিয়েছে।’ আর এক ব্যক্তি লেখেন, ‘মহাভারত শুরু হল নাকি ভীষ্মের জায়গায় কবে থেকে এই মহিলা এসেছে?’