Netflix Shares Viewer Data: গোটা বিশ্বজুড়ে নেটফ্লিক্সের কয়েক কোটি দর্শক রয়েছে। এই প্রথম ভিউয়ারশিপ ডেটা প্রকাশ করল নেটফ্লিক্স। কোন দর্শক সবথেকে বেশি কোন শো দেখেছেন? জেনে নিন-
এই প্রথম ভিউয়ারশিপ ডেটা প্রকাশ করল নেটফ্লিক্স
ওয়েব সিরিজে মন মজেছে নতুন প্রজন্মের। অনেকেই ছোট্ট স্ক্রিনে সিরিজ দেখে অবসর সময় কাটাতে বেশি পছন্দ করেন। তেমনি ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় নাম নেটফ্লিক্স। বিশ্বজুড়ে কয়েক কোটি দর্শক রয়েছে নেটফ্লিক্সের। যদিও এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা নাকি ভিউয়ারশিপ ডেটা প্রকাশ করেন না।
কোন শো কত দর্শক দেখেছেন, তা এতদিন প্রকাশ করত না নেটফ্লিক্স। তবে এই প্রথম ভিউয়ারশিপ ডেটা প্রকাশ করল এই ওটিটি প্ল্যাটফর্ম। মঙ্গলবারই নেটফ্লিক্সের তরফে গ্লোবাল ভিউয়ার ডেটা প্রকাশ করা হয়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে নিয়মিত রিপোর্ট প্রকাশ করবেন তাঁরা। আরও পড়ুন: ‘হঠাৎ মনে হল, দাদা সানি আর নেই’, অ্যানিম্যালের কোন দৃশ্য নিয়ে আবেগপ্রবণ ছিলেন ববি
কোন দর্শক সবথেকে বেশি শো দেখেছেন, জানেন? নেটফ্লিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের প্রথম ভাগে বিশ্বজুড়ে সবথেকে বেশি যে শো দেখা হয়েছে, তা হল রাজনৈতিক থ্রিলার ‘দ্য নাইট এজেন্ট’। দর্শকেরা রাজনৈতিক থ্রিলার জনরার সিনেমাটি মোট ৮১২.১ মিলিয়ন অর্থাৎ ৮০ কোটি ঘণ্টারও বেশি সময় ধরে এই শো দেখেছেন দর্শকরা। ফলে চলতি বছরের প্রথমার্ধে প্ল্যাটফর্মটিতে এটিই সবচেয়ে বেশি দেখা কন্টেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে।