হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই ছেলে অগস্ত্যকে নিয়ে মুম্বই থেকে উড়ে গেলেন নাতাশা স্ট্যানকোভিচ। বুধবার ভোরে দুজনের শহর ছেড়ে যাওয়ার বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিও শেয়ার করেছেন নাতাশা।
ব্যাগ গুছিয়ে মুম্বই থেকে রওনা দিলেন নাতাশা
প্রথম ছবিতে, নাতাশা তার স্যুটকেসটির ছবি দিয়েছেন। যেখানে ভরা হচ্ছিল জামাকাপড়। তিনি লেখেন, 'এটা বছরের সেই সময় (চোখ ছলছল করার ইমোজি, বিমান, বাড়ি এবং লাল হৃদয়ের ইমোজি)। নাতাশা তাঁর ছেলে অগস্ত্যকে নিয়ে খুব সম্ভবত উড়ে গেবেন নিজের দেশ সার্বিয়ায়। অন্য একটি ছবিতে তাঁর পোষা কুকুর চালকের পাশের আসনে। গাড়ির মধ্যেই তোলা হয়েছে ছবিখানা। এই ছবিতে কোনও ক্যাপশন দেননি, শুধু একটা লাল হৃদয়ের ইমোজি জুড়েছেন।
আরও পড়ুন:

মুম্বই বিমানবন্দরে দেখা গেল নাতাশা-অগস্ত্যকে
ভিডিয়োতে অগস্ত্যের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গেল নাতাশাকে। ভ্রমণের জন্য নাতাশার পরনে ছিল জ্যাকেটের নিচে সাদা টপ, কালো প্যান্ট ও জুতা। প্রিন্টেড টি-শার্ট, বেইজ প্যান্ট ও জুতোয় দেখা গেল অগস্ত্যকে। সঙ্গে দেখা গেল অগস্ত্যর ন্যানিকেও। হার্দিকের ছেলে আদরে ভরাচ্ছিলেন ন্যানিকে। একদিকে মা ও অন্যদিকে ন্যানিকে রেখে বিমানবন্দরের ভিতরে ঢুকে যায় সেই খুদে।
নাতাশা আর হার্দিকের বিচ্ছেদ
নাতাশা এবং হার্দিকের বিবাহবিচ্ছেদের গুজব অনলাইনে ছড়িয়ে পড়েছিল। রেডিটে একটি পোস্ট দিয়ে এই গুঞ্জন শুরু হয়। এই গুজবে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি এই জুটি। তবে ভারতের টি ২০ বিশ্বকাপ জয় নিয়ে একটাও কথা খরচ করেননি নাতাশা এখনও পর্যন্ত। ম্যাচ শেষে ফিরে, ছেলে অগস্ত্যর সঙ্গে হার্দিককে সময় কাটাতে দেখা গেলেও, গায়েব ছিলেন নাতাশা। সামাজিক মাধ্যমে এই সার্বিয়ান মডেল-অভিনেত্রী বেশ কয়েকটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন, যার মধ্যে একটিতে তিনি 'জীবন থেকে সমস্যা' মুছে ফেলার কথা বলেছেন।
হার্দিক এবং নাতাশার সম্পর্ক
২০২০ সালে দুবাইয়ে নাতাশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হার্দিক। তারপরে লকডাউন চলাকালীন বিয়ে করেছিলেন। ২০২০ সালের ৩১ মে বিয়ে করেন হার্দিক ও নাতাশা। একই বছরের ৩০ জুলাই এই দম্পতি তাদের ছেলে অগস্ত্যকে স্বাগত জানান। ২০২৩ সালেউদয়পুরে একটি খ্রিস্টান অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী হিন্দু আচারের মাধ্যমে সামাজিক বিয়েটা করেন।