বহুবারই সরকারে থাকা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে সরব হয়ে আলোচনায় এসেছেন নাসিরুদ্দিন শাহ। স্পষ্ট কথা বলতে, নিজের মতামত তুলে ধরতে কোনওদিনই পিছপা হননি বর্ষীয়ান এই অভিনেতা। সম্প্রতি, ফের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ের ধর্মান্ধতা, অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি কিছু প্রোপাগান্ডা ছবি নিয়ে সরব হয়েছেন নাসিরুদ্দিন শাহ।
নাসিরুদ্দিন শাহর কথায়, এধরনের প্রোপাগান্ডা ছবি বন্ধ করতে হলে শিল্পীদেরই এটা নিয়ে সরব হতে হবে। শিল্পীদেরই এটা নিয়ে আওয়াজ তুলতে হবে। কিন্তু সমস্যা হল, অনেকেই এটা করতে ইচ্ছুক নন, তাঁদের সৎ সাহসের বড়ই অভাব। শিল্পীদের উদ্দেশ্যে নাসিরুদ্দিন শাহর পরামর্শ, ‘আপনার কণ্ঠস্বর যদি মুল্যবান হয়, আপনার বিশ্বাসের সঙ্গে যদি ছবিতে উঠে আসা মতবাদের বিরোধ থাকে, তাহলে সেই ছবি ফিরিয়ে দেওয়াই উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই এমনটা করেন না, সকলে সুর চড়ালে তবেই না পার্থক্য তৈরি হবে। সত্যিটা হল সকলে আসলে ভয় পান। সকলেই আসলে বিজয়ী পক্ষের সঙ্গে থাকতে চান।’ সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বর্ষীয়ান নাসিরুদ্দিন শাহ।
আরও পড়ুন-ফিরে গিয়ে বরং ইডলি বেচো! প্রথম ছবির পর এমনই কটাক্ষ করেন এক ফিল্ম সমালোচক: সুনীল
আরও পড়ুন-'মুসলিমদের ঘৃণা করাই আজকাল ফ্যাশান, শিক্ষিতরাও করছেন', বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ