বড় খবর
'নিখিলের সঙ্গে সহবাস করেছি,বিয়েটা আইনত অবৈধ, বিচ্ছেদের প্রশ্নই নেই': নুসরত জাহান
1 মিনিটে পড়ুন Updated: 09 Jun 2021, 01:11 PM IST- নিখিল জৈনের সঙ্গে চর্চিত ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরত জাহান।
২০১৯ সালের ১৯ই জুন নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সেরেছিলেন নুসরত জাহান। দু-বছরের মাথাতে নুসরত বললেন ওটা নাকি বিয়ে নয়! বুধবার নিখিলের সঙ্গে বিচ্ছেদের চর্চা নিয়ে অবেশেষে নীরবতা ভাঙলেন তারকা সাংসদ। নুসরত বলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই বিয়েটা অবৈধ। তারউপর এটা যেহেতু হিন্দু-মুসলিম বিয়ে সেক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে এই বিয়েতে স্বীকৃতি দরকার। সেটা হয়নি। ফলে এটা বিয়েই নয়’।