মুকেশ আম্বানি যে কেবল রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান সেটা নয়। তিনি ভারত তো বটেই গোটা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি। ফলে তিনি হামেশাই চর্চায় থাকেন। কিন্তু সম্প্রতি তিনি আরও বেশি করে চর্চায় উঠে এসেছেন তাঁর ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানের কারণে। এমন প্রাক বিবাহ অনুষ্ঠান ভূভারতে আগে কোথাও হয়নি, আর সেটা দেখে সকলেরই তাক লেগে গেছে। দেশ বিদেশের থেকে এসেছিল অতিথিরা। কিন্তু জানেন কি এ হেন ধনকুবেরের কেবল একটি ভাই অনিল আম্বানি নেই। আছে দুই বোনও। কারা তাঁরা জানেন?
মুকেশ আম্বানির দুই বোন
ধিরুভাই আম্বানির দুই পুত্র মুকেশ এবং অনিল আম্বানির কথা সকলেই জানেন। কিন্তু তাঁদের যে দুটো বোন আছে সেটা কথা অনেকেরই অজানা। মুকেশ আম্বানির দুই বোনের নাম নীনা কোঠারি এবং দীপ্তি সালগাওকর। তাঁদের দুজনকে হামেশাই আম্বানিদের বাড়ির অনুষ্ঠানে দেখা যায়। তাঁরা অনন্ত আম্বানি এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানেও এসেছিলেন। জামনগরে তাঁদের দেখা যায়। দেখুন তাঁদের সেই ছবি।
আরও পড়ুন: 'ব্যক্তিত্ব লাগে বারণ করতে...' নিজেকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা, কঙ্গনার নিশানায় শাহরুখ - সলমনরা, কী হল হঠাৎ?
আরও পড়ুন: জল্পনায় সিলমোহর, সত্যি সত্যি প্রেম করছেন রোহন - অঙ্গনা? পারোর জন্য দেব লিখলেন, 'আমি তোমার সঙ্গে...'
ধিরুভাই আম্বানি প্রয়াত রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা এবং তাঁর স্ত্রী কোকিলাবেন আম্বানির চার সন্তান। তান হলেন মুকেশ আম্বানি, অনিল আম্বানি, নীনা এবং দীপ্তি। নীনা বর্তমানে ব্যবসায়ী ভদ্রশ্যাম কোঠারির স্ত্রী। তিনি নিজেও একজন ব্যবসায়ী। কোঠারি সুগার এবং কেমিক্যাল লিমিটেডের চেয়ারপারসন তিনি এখন। তাঁর স্বামী ২০১৫ সালে গত হয়েছেন।
এছাড়া তিনি একটি কফি চেন খুলেছিলেন ২০০৩ সালে। কিন্তু সেটা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। কিন্তু কোঠারি সুগার ছাড়াও তাঁদের আরও দুটো ব্যবসা আছে কোঠারি পেট্রোকেমিক্যাল এবং কোঠারি সেফ ডিপোজিট লিমিটেড। তাঁর দুটো সন্তান আছে।
আরও পড়ুন: 'চলে এসো...' কলকাতার অলিগলিতে ফুটবল খেলতে মগ্ন অজয়, প্রকাশ্যে ময়দানের টিজার
আরও পড়ুন: ব্রেকআপের ঠিক পরই ‘এক থা টাইগার’ করতে গিয়ে অস্বস্তিতে পড়েন ক্যাটরিনা - সলমন! এতদিন পর ফাঁস সত্য
অন্যদিকে দীপ্তি সালগাওকরের স্বামী হলেন দত্তরাজ সালগাওকর। তিনি ভি এম সালগাওকর এবং ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। তাঁদেরও দুটো সন্তান আছে।