সম্প্রতি 'সাইয়ারা' খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডাকে বিমানবন্দরে দেখা যায়। পাপারাৎজিরা তাঁর ছবি তোলা এবং ভিডিয়ো রেকর্ডিং শুরু করতে না করতেই, অপ্রস্তুত হয়ে পড়েন অনীত। দেখা যায়, সামনে এত ভিড় দেখে তাড়াহুড়ো করতে থাকেন।বারংবার বলতে থাকেন, ‘আমার লজ্জা করছে…’!
অনীত পরে ছিলেনে নীল শার্ট ও সাদা প্যান্ট। সঙ্গে মাথায় নাইকির ক্যাপ, আর সঙ্গে কালো মাস্ক দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। পাপারাজ্জিরা যখন অনিত পাড্ডাকে থামিয়ে একের পর এক তাঁর ছবি তুলতে শুরু করেন, তখন অনীত প্রথমে জানান যে, তাঁর দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও পাপারাজ্জিরা ফোটো-ভিডিয়ো তুলতে থাকেন। বারবার বলতে থাকেন, ‘আমার লজ্জা লাগছে’।
এরপর দেখা যায় যে, অনীত পাড্ডা মাস্ক পরে সোজা এন্ট্রি গেটের দিকে এগোতে থাকেন। ফোটোগ্রাফাররা তাঁকে থামিয়ে ছবি তোলার অনুরোধ করতে থাকলে অভিনেত্রী বলেন, ‘আমি একটু লজ্জা পাচ্ছি।’
যদিও তারপরেও যখন পাপারাজ্জিরা রাতারাতি জাতীয় ক্রাশ হয়ে ওঠা অনীত পাদ্দাকে অনুসরণ করতে থাকেন, বারংবার ছবির জন্য অনুরোধ করতে থাকেন, তখন শেষমেশ থামেন অনীত। এমনকী, মুখের মাস্ক সরিয়ে ছবির জন্য পোজও দেনয
প্রসঙ্গত, অনীত পাড্ডা ও অহান পাণ্ডের ছবি 'সাইয়ারা' ব্লকবাস্টার হিট হয়েছে।
ছবিটি ১০ দিনেরও কম সময়ে ২০০ কোটি টাকারও বেশি আয় করেছে এবং ক্রমাগত বক্স অফিসে আয়ের গ্রাফ উর্দ্ধমুখী। সঙ্গে অনেক বড় বড় সিনেমার রেকর্ডও ভেঙে ফেলেছে।
কাজের কথা বলতে গেলে, অনীত পাড্ডার এই সুপারহিট ছবি ক্রমাগত আলোচনায়। খবর রয়েছে যে, একাধিক বড় বড় প্রোজেক্টের অফার ইতিমধ্যেই পেয়েছেন অনীত। তবে খুব যত্ন সহকারে পরের কাজ বাছতে চান অভিনেত্রী।