'বেবিমুনে' সেরা সময় কাটাচ্ছেন ইলিয়ানা। কোনও এক সমুদ্রের ধরা থেকে একের পর এক ছবি শেয়ার করছেন অভিনেত্রী। উজ্জ্বল হলুদ বিকিনি পরে সমুদ্রের ধারে বসে নায়িকা। চোখা তাঁর রোদচশমা।
'বেবিমুন' এনজয় করছেন মম টু বি ইলিয়ানা
চেটেপুটে মাতৃত্বকে উপভোগ করছেন হবু মা ইলিয়ানা ডিক্রুজ। প্রায়শই নেটমাধ্যমের পাতায় বেবিবাম্পের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। শরীরে ধীরে ধীরে বেড়ে উঠছে ছোট্ট একটা প্রাণ। বিয়ের আগেই মা হওয়ার কথা জানিয়ে রীতিমতো সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী। এ বার বেবিমুনে প্রতিটা মুহূর্তে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এই বলি ডিভা।
'বেবিমুনে' সেরা সময় কাটাচ্ছেন ইলিয়ানা। কোনও এক সমুদ্রের ধরা থেকে একের পর এক ছবি শেয়ার করছেন অভিনেত্রী। উজ্জ্বল হলুদ বিকিনি পরে সমুদ্রের ধারে বসে নায়িকা। চোখা তাঁর রোদচশমা। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে লিখেছেন, ‘পায়ে আঙুল বালিতে ভরা। মন খুশি হয়ে উঠল’। পরের ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মনে হচ্ছে বেবি নাগেটেরও ভালো লেগেছে’।