
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
৭২ বছরে পা রেখেছেন তাঁকে দেখে বোঝার উপায় নেই। এই বয়সে এসেও একটানা কাজ করে চলেছেন। কথা হচ্ছে মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে। গত বছরই মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’, যাকে এই মুহূর্তে নিসন্দেহে টলিউডের অন্যতম সেরা বানিজ্যিক সফল ছবির তকমা দেওয়া চলে। সঙ্গে তিনি রয়েছে নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মহাগুরুর আসনে। এবার মিঠুন কাজ করতে চলেছেন ঢালিউডের ছবিতে, তাও আবার ১৩ বছর পর।
খবর মিলেছে প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে। ছবিতে কাজ করতে রাজি হয়েছেন ‘ডিস্কো ডান্সার’। চিত্রনাট্যকর আব্দুল জাহির বলেন, ‘তিন মাস ধরে আমাদের কথা চলছিল ছবির গল্প নিয়ে। আমরা আগেই চিত্রনাট্য পাঠিয়েছিলাম। রবিবার তা নিয়ে বিস্তারিত কথা হল।’ আব্দুল জানান, চিত্রনাট্য পছন্দ হয়েছে মহাগুরুর। সঙ্গে জানান, মিঠুনের হাতে আরও দুটি কাজ রয়েছে। সে সব মিলিয়েই শিডিউল দেবেন। তবে ইদের আগেই চুক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তা হল অক্টোবরের দিকে শুরু করা যাবে শ্যুটিং। ছবির নাম হিরো। এই সিনেমা তৈরি হবে বাবা-মেয়ের সম্পর্কের উপর।
প্রসঙ্গত, প্রজাপতি ছিল বাবা-ছেলের সম্পর্কের উপর তৈরি। মা মারা যাওয়ার পর বাবা একা হাতে মানুষ করেছে ছেলেকে। একটাই শখ ছেলের বউ ঘরে আনবে। কিন্তু ছেলে বিয়ে করতে রাজি নয় কারণ তাঁর ভয়, শ্বশুর-বউমার ঝগড়া লাগলে কষ্ট পাবে বাবা।
শক্তি সামন্ত পরিচালিত ‘অন্যায় অবিচার’ ছবিতে মাধ্যমে প্রথম বাংলাদেশের ছবিতে কাজ করেছিলেন মিঠুন। যদিও ছবিটি ছিল ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত। এরপর ২০১০ সালে ‘গোলাপি’ ছবিতে অভিনয় করেন। এবার ‘হিরো’ ছবির মাধ্যমে ফের ওপার বাংলায় কাজ করার পালা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
৳7,777 IPL 2025 Sports Bonus