বাংলাদেশে 'তুফান'-তুলতে চলেছেন শাকিব-মিমি। বাংলাদেশের ছবিতে প্রথমবার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন মিমি চক্রবর্তী। বেশকিছুদিন ধরে ছবির প্রচারে ওপার বাংলাতেই রয়েছেন অভিনেত্রী। ১৩ জুন, বৃহস্পতিবারই তাঁর দেশে ফেরার কথা। তবে ফেরার দিনই বিপত্তি। ফেরার পথে সত্যিই 'তুফান'-এর মুখে পড়লেন অভিনেত্রী!
নাহ, এটা কোনও প্রচার কৌশল নয়। বাস্তবেই ঝড়ের মুখে পড়েন মিমি। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন মিমি। যেখানে দেখা যাচ্ছে আকাশ কালো করে এসেছে। বিমানে ওঠার আগে রানওয়েতে গাড়ির দরজা খোলা মাত্রই সেটা কেঁপে উঠল। মিমির মাথা থেকে টুপিও উড়ে যাওয়ার উপক্রম। কোনওক্রমে টুপি চেপে ধরেই সিঁড়ি বেয়ে বিমানে উঠে গেলেন মিমি। তবে ঝড়ের কবলে পড়েও মিমির মুখে তখন হাসি। কারণ, 'তুফান'-এর প্রচারে গিয়ে সত্যিই 'তুফান'-এর মুখে পড়ে মিমির এই বাংলাদেশ সফর যেন খানিকটা সার্থক হয়েছে বলা চলে। আর তাই হয়ত এই ভিডিয়ো পোস্ট করে ক্য়াপশানে শাকিবের নায়িকা লিখেছেন, ‘তুফান, থ্যাং ইউ বাংলাদেশ’।
আরও পড়ুন-'উনি তো কোনওদিনই আমাদের কৃতিত্বই দিতে চাননা', বিস্ফোরক ললিত পণ্ডিত, মুখ খুললেন কুমার শানু
এদিকে 'তুফান'-এর প্রচারে গিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমকে মিমি বলেন, ‘বাংলাদেশে আসার পর সবাই আমায় অতিথি বলছেন। তবে আমার কিন্তু তেমন মনে হচ্ছে না। আমার ভাষা বাংলা, আমরা সবাই বাংলায় কথা বলি। আমার মনে হয় আমরা সবাই বাঙালি। তাই প্লিজ অতিথি বলবেন না। আমি আপনাদের মেয়ে, আপনাদের বন্ধু, আপনাদেরই বোন। আমার পাশে থাকবেন। আপনাদের হৃদয়ে আমাকেও জায়গা দেবেন। যাতে আগামিদিনে ভালো ছবি উপহার দিতে পারি।’
এদিন নায়ক শাকিব খানের প্রশংসা করে মিমি বলেন, ‘আমরা যখন শ্যুট করছিলাম,তখন ভীষণ গরম ছিল। তবে শাকিবকে শ্যুট পরতে হয়েছিল। তবু একবার শাকিবকে উফ বলতে শুনিনি। ভালো কো-স্টারের সঙ্গে কাজ করতে ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের সত্যিই ডেডিকেশন আছে। আর তাই ও আপনাদের প্রিয়।’
এদিন তাঁর ও শাকিবের এই ছবি দেখার জন্য দর্শকদের অনুরোধ করেন মিমি। জানান, শাকিব খান ও চঞ্চল চৌধুরীর সঙ্গে তাঁর কাজ করার ইচ্ছা বহুদিনের। প্রযোজন, নির্মাদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি মিমি।