সঙ্গীত জগতে মাইকেল জ্যাকসন এমন একটি নাম, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষ মনে রেখেছে সম্মানের সঙ্গে। শুধু পশ্চিমের দেশ নয়, সারা বিশ্বের কাছে মাইকেল জ্যাকসনের একটি ভীষণ পরিচিত নাম। অবশেষে এই বিখ্যাত পপ তারকার জীবন কাহিনী ফুটে উঠবে বড় পর্দায়।
মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তারকা হয়ে ওঠার গল্প, সবকিছুই তুলে ধরা হবে এই ছবিতে। ছবিটি অক্টোবর মাসের মুক্তি পাওয়ার কথা ছিল, তবে পরে ছবি মুক্তির দিন পিছিয়ে দেন নির্মাতারা। জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৪ এপ্রিল মুক্তি পাবে এই সিনেমাটি।
আরও পড়ুন: লটারি জিতেও লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীর, Zee 5 নিয়ে আসছে নতুন মাইক্রো সিরিজ
আরও পড়ুন: অথৈ জলে ‘দৃশ্যম ৩’, ছবির পরিচালককে আইনি হুমকি জিতুর
অ্যান্টইন ফুকুয়া পরিচালিত এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন জন লোগান। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন জাফর জ্যাকসন, যিনি মাইকেল জ্যাকসনের ভাইপো। প্রয়াত কাকার চরিত্রে অভিনয় করবেন তিনি, ফুটিয়ে তুলবেন খুঁটিনাটি সমস্ত তথ্য। সিনেমাটি প্রযোজনা করছেন গ্রাহাম কিং।
মাইকেল জ্যাকসন কীভাবে সারা বিশ্বের কাছে নিজেকে পপ কিং হিসেবে তুলে ধরলেন, এই বিশাল যাত্রায় কতটা কষ্ট করেছিলেন তিনি। কীভাবে সারা বিশ্বে নিজের প্রভাব বিস্তার করেছিলেন, সেইসব কিছুই দেখানো হবে এই সিনেমার মাধ্যমে।
আরও পড়ুন: 'ওকে দেখলে মুরগিও...', ইসকনের রেস্তোরাঁয় যুবকের আমিষ খাওয়া নিয়ে ক্ষুব্ধ বাদশা
আরও পড়ুন: অবশেষে ছোটবেলার ইচ্ছে পূরণ হল রূপসার, সায়নদীপ স্ত্রীকে দিলেন কোন বিশেষ উপহার?
সিনেমাটির শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল ২০২৪ সালে, তবে পরবর্তী সময়ে শ্যুটিংয়ের বেশ কিছুটা অংশ বাদ দিয়ে আবার নতুনভাবে কাজ শুরু হয়। প্রথমে মনে করা হয়েছিল দুটি পর্বে এই সিনেমাটি দেখানো হবে। পরে সেই ভাবনার বদলে সিদ্ধান্ত নেওয়া হয় দুটি পর্বে নয় বরং একটি পর্বেই মুক্তি পাবে, মাইকেল জ্যাকসনের এই বায়োপিক।