চলতি মহাকুম্ভে মমতা কুলকার্নিকে কিন্নড় আখড়ার তরফে মহামণ্ডলেশ্বর ঘোষণা করার পর সকলেই চমকে গিয়েছিলেন। সেদিন আখড়ার সদস্যদের উপস্থিতিতে পিণ্ডদান করে সন্ন্যাস গ্রহণ করেন মমতা কুলকার্নি। যদিও এরপরপরই অনেকেই প্রশ্ন তোলের তিনি কি আদৌ এই পদের জন্য যোগ্য। তবে আবার বিশ্বাসঘাতকতার অভিযোগে সন্ন্যাস নেওয়ার ঠিক পরপরই কিন্নর আখড়া থেকে বহিষ্কার করা হয় মমতাকে। এমনকি মহামণ্ডলেশ্বর পদও হারান তিনি। কিন্নড় আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস নিজেই জানিয়েছিলেন সেকথা।
চলতি এই বিতর্কের মাঝেই সম্প্রতি 'আপ কি আদালত' অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মমতা কুলকার্নি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, 'জো ভি লোগ সন্ন্যাসী বান্তে হ্যায়, মহামণ্ডলেশ্বর বন্তে হ্যায়, উনকে বারে মে মানা জাতা হ্যায় কে উনহোনে বেদো কা অধ্যায়ন কিয়া হোগা, শাস্ত্রোঁ কা অধ্যায়ন কিয়া হোগা। আপকে বারে মে কুছ আইসা দিখতা নেহি'। একথা বলা মাত্রই সেদিন শোয়ের মাঝেই জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করেন অভিনেত্রী। এই পর্বটি এখনো প্রচারিত হয়নি। তবে অনুষ্ঠানের প্রমোতে বিষয়টি উঠে এসেছে।
আরও পড়ুন-৯ বছরের প্রেমিককে ঠকিয়ে তাহসানকে বিয়ে করেছেন রোজা? চর্চায় প্রাক্তনের ফেসবুক পোস্ট