আউটডোর শ্যুটিংয়ে গিয়ে অভিনেতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার তিরুবনন্তপুরমের ভ্যানরোস জংশনের কাছে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় মালয়ালম অভিনেত্রী দিলীপ শঙ্করের মৃতদেহ। হোটেলের কর্মীরা তাঁকে ঘরে মৃত অবস্থায় উদ্ধার করেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই দিলীপ শঙ্করের অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ।
দিলীপ শঙ্কর রহস্য মৃত্যু
দক্ষিণের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে. দিলীপ শঙ্কর নামে ওই অভিনেতা চার দিন আগে তিরুবনন্তপুরমের হোটেলে 'পঞ্চগ্নি' নামে একটি টিভি শোয়ের শুটিংয়ের জন্য এসেছিলেন। তিনি আদপে এর্নাকুলামের বাসিন্দা। হোটেলের কর্মচারীরা জানান, দু'দিন ধরে তিনি আর ঘর থেকেই বের হননি। এরপর রবিবার হোটেলের ওই ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে হোটেলের কর্মীরা লক ভেঙে ঢোকেন। সেখানেই অভিনেতাকে মৃত অবস্থায় দেখেন তাঁরা। এরপর হোটেলের তরফেই পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ক্যান্টনমেন্টের ACP নিউজ নাইন লাইভকে জানিয়েছেন, একটি ফরেনসিক দল হোটেলের ওই ঘরটি পরীক্ষা নিরীক্ষা করছেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। তবে এই মৃত্যুতে পুলিশ প্রাথমিকভাবে কোনও ষড়যন্ত্রের গন্ধ পায়নি বলেই জানাচ্ছে পুলিশ।
'পঞ্চগ্নি' সিরিয়ালের পরিচালক মনোজ জানিয়েছেন, দিলীপ শঙ্কর শুটিং থেকে দু'দিনের বিরতি নিয়েছিলেন। আর এর মাঝে দীলিপ তাঁর বা তাঁর সহ-অভিনেতাদের ফোনে সাড়াও দেননি বলে জানিয়েছেন তিনি। পরিচালক তাঁদের আরও বলেন অভিনেতা দিলীপ শঙ্কর স্বাস্থ্য সংক্রান্ত বেশকিছু সমস্যায় ভুগছিলেন। তবে তাঁর ঠিক কী হয়েছিল, তা তিনি জানাননি।
আরও পড়ুন-নামের উচ্চরণ ভুল, কীর্তিকে 'ধোসা' বলে ডাকতেই কী উত্তর বরুণের ‘বেবি জন’ নায়িকা?
আরও পড়ুন-তাঁকে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন, চিরঞ্জিতের সঙ্গে ছবি দিয়ে সুখবর শোনালেন রুক্মিণী
কে ছিলেন দিলীপ শঙ্কর?
মালায়ালাম সিনেমা ও টিভি সার্কিটে দিলীপ ছিলেন পরিচিত মুখ। তিনি আম্মারিয়াথে, সুন্দরী এবং পঞ্চগ্নির মতো হিট টিভি শোতে গুরুত্বপূর্ঁ ভূমিকায় অভিনয় করছিলেন। তিনি ২০১১ সালে চাপ্পা কুরিশ এবং ২০১৩ সালে উত্তর ২৪ এর মতো সিনেমাতেও অভিনয় করেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টা পর, অভিনেতা সীমা জি নায়ার ফেসবুকে মালয়ালম ভাষায় একটি আবেগঘন পোস্ট করেন। যাঁর বাংলা তর্জমা করলে হয়, ‘আপনি আমাকে পাঁচ দিন আগে ফোন করেছিলেন। তবে আমি সেদিন কথা বলে উঠতে পারিনি কারণ সেদিন আমার মাথাব্যথা করছিল। আর আজ একজন সাংবাদিক আমাকে ফোন করলে খবরটা জানতে পারি। দিলীপ তোমার কি হয়েছে... কেন এমন হলো? হে ঈশ্বর, আমি কী লিখবো বুঝতে পারছি না... আপনার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি রইল।’