বাংলা নিউজ > বায়োস্কোপ > Miss America 2024: পড়াশোনায় তুখোর, পেশায় বিমান বাহিনীর কর্মকর্তা, মিস আমেরিকা ২০২৪-এর খেতাব জিতলেন ম্যাডিসন মার্শ
পরবর্তী খবর
Miss America 2024: পড়াশোনায় তুখোর, পেশায় বিমান বাহিনীর কর্মকর্তা, মিস আমেরিকা ২০২৪-এর খেতাব জিতলেন ম্যাডিসন মার্শ
1 মিনিটে পড়ুন Updated: 16 Jan 2024, 09:34 AM ISTRanita Goswami
২২ বছর বয়সী মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা ম্যাডিসন মার্শ মিস আমেরিকা ২০২৪ হয়েছেন। তিনিই প্রথম সক্রিয় বিমান বাহিনীর কর্মকর্তা যিনি এই খেতাব জিতেছেন।
মিস আমেরিকা হলেন ম্যাডিসন মার্শ
NEW DELHI :
বয়স মাত্র ২২, ম্যাডিসন মার্শ পেশায় তিনি মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা। (১৫ জানুয়ারি, রবিবার, (ভারতীয় সময় অনুসারে সোমবার) ভারতীয় সময় অনুসারে মার্শ মিস আমেরিকা ২০২৪-এর মুকুট জিতে নেন। মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট তিনি। আবার হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের মাস্টার্সের শিক্ষার্থী হলেন ম্যাডিসন। তিনি ফ্লোরিডার অরল্যান্ডোতে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ীর এই খেতাব জিতে নেন। এর আগে মিস কলোরাডো ২০২৩-এর বিজয়ী প্রথম সক্রিয়-কর্তব্যরত বিমান বাহিনীর কর্মকর্তা হয়ে এই জাতীয় খেতাব পেয়েছিলেন। এদিকে সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রেউক্স।
ম্যাডিসন মার্শ ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ৫১ জন প্রতিযোগীকে পরাজিত করে মিস আমেরিকা প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেন। এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন এলি ব্রেক্স, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালোরি হাডসন এবং চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলিন প্যারেন্ট। ২০২৩ সালের মিস আমেরিকা বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যানকে ম্যাডিসন বিজয়ীর মুকুট পরিয়ে দেন।