মধুবনী বিশ্বাস দীর্ঘদিন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে আছেন। বর্তমানে তিনি নিজের একটি পার্লার খুলেছেন। সেটা সহ্য সংসার এবং সন্তান সামলাচ্ছেন। একই সঙ্গে নিজের জীবনের নানা টুকিটাকি আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু তাঁকে সম্প্রতি ডাকিনী বলায় ক্ষোভে ফুঁসে উঠলেন তিনি। কটাক্ষের পাল্টা জবাবে কী বললেন তিনি?
আরও পড়ুন: 'ফিনিক্সের উত্থান...', উড়ি থেকে পহেলগাঁও-কানের সাজে সন্ত্রাসবাদী হামলায় নিহত ব্যক্তিদের শ্রদ্ধা সোনমের!
কী বললেন মধুবনী?
মধুবনী গোস্বামী এদিন এই ভিডিয়ো পোস্ট করে তাঁকে করা কটাক্ষের জবাব দেন। অভিনেত্রীকে বলতে শোনা যায়, 'তোমরা কী শুরু করেছ বলো তো? এতদিন ধরে বলে আসছ। এতদিন কিন্তু আমি কারও কথা কানে তুলিনি। আমি কারও কোনও কথায় পাত্তা দিইনি। কিন্তু এখন দেখছি কিছু না বললে তোমরা মাথার উপর উঠে যাচ্ছ। আমাকে ডাকিনীর মতো দেখতে লাগছে? তোমরা জানো ডাকিনী কারা হয়? ডাকিনী কী? ডাকিনীর ক্ষমতা কী জানো? আমাদের সন্তান হিন্দু ধর্মে, এমনকি বৌদ্ধ ধর্মে ডাকিনী খুব শক্তিশালী একটা শব্দ। খুব মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা শব্দ। মা কালীর সহচরী এরা। আমি জানি তোমরা আমায় ডাকিনী বলছ আমায় অপমান করবে বলে, ছোট করার জন্য। কিন্তু আমায় ডাকিনী বলে আমায় যেখানে বসিয়ে দিচ্ছ সেখানে বসার যোগ্যতা আমার নেই। প্লিজ এইগুলো বলো না। বলার আগে জানো কী বিষয়গুলো। গুগল করো।'
তিনি এদিন এই কটাক্ষের কারণ নিয়েও কথা বলেন। মধুবনী ট্রোলারদের জবাব দিয়ে বললেন, 'যবে থেকে আমি আমার চুলের রং বদলেছি তবে থেকে ট্রোলাররা, হেটার্সরা এসব বলছে, লিখছে। এভাবে নিজেদের ফ্রাস্ট্রেশন বের করছে। কিন্তু তোমাদের ফ্রাস্ট্রেশন আমায় কিচ্ছু এফেক্ট করছে না। বরং যে কথাটা আমায় বলছ সেটা একটা প্রশংসা। ডাকিনীর যা জ্ঞান সেটা আমার নেই। দয়া করে এগুলো বলো না।'
আরও পড়ুন: ঋত্বিকের সঙ্গে ‘অভিনয় করতে অস্বস্তি হয়’ কৌশিকের! বললেন, 'ও কী যেন একটা করে...'
তিনি এদিন এও স্পষ্ট করে দেন যে তিনি মোটেই চুলের রং বদলাবেন না। বলেন, 'ফাটা রেকর্ডের মতো চুলের রং বদলাও, বদলাও বলতে থেকো না। আমি বদলাবো না। তোমরা যদি ভেবে থাকো বলে বলে করিয়ে দেব পারবে না। ভুল ভাবছ। আমি সেই বান্দা নই। আমি আমার জীবনে আজ পর্যন্ত যা যা সিদ্ধান্ত নিয়েছি, সেখান থেকে কিন্তু কখনই লোকের কথা শুনে ফিরে আসিনি, বদলাইনি। এক্ষেত্রেও করব না। চুলের রং তো একটা সামান্য ব্যাপার।'