
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিয়ে ভাঙছে অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার। গত মাসে স্বামী জোরওয়ার সিং আলুওয়ালিয়ার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তিনি। ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। ব্যক্তিগত জীবন নিয়ে এমন বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণার পরই 'বেস্ট ফ্রেন্ড' দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি নতুন ভিডিয়ো শেয়ার করেছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকার সঙ্গে ভিডিয়ো শেয়ার করে কুশা কপিলা লেখেন, ‘আমাকে লিখতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি সমস্ত কিছু, প্রতিটা শব্দ পড়ি। শুধু আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ এবং একটি বড় ধন্যবাদ’। এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে কুশা কপিলা জানিয়েছিলেন, তিনি তাঁর 'ড্রিম কোল্যাব' ভিডিয়ো পোস্ট করার জন্য অপেক্ষায় রয়েছেন। আরও পড়ুন: নাকে চোট শাহরুখের? এর আগেও এই ৭ ছবির শ্যুটিংয়ে আহত হয়েছেন কিং খান
কুশা একটি মজার ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-অনুপ্রাণিত ভিডিয়োতে দীপিকার সঙ্গে কোল্যাব করেছেন। যেখানে দুজন সেরা বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন। বুধবার পোস্ট করা ভিডিয়োতে দীপিকা কুশার সঙ্গে তাঁদের সম্পর্ক রক্ষা করার কথা বলছেন। পরবর্তীতে বিশ্বাসঘাতকতা করে নতুন বেস্ট ফ্রেন্ড বানানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
একপর্যায়ে কুশাও স্বীকার করেছেন, মাঝরাতে দীপিকার শেয়ার করা মিমগুলিতে আচ্ছন্ন ছিলেন তিনি। দুজনে দীপিকার স্কিনকেয়ার ব্র্যান্ড, 82°E পণ্যের প্রচারও করেছেন। নেটদুনিয়ায় কুশা এবং দীপিকার এই ভিডিয়ো সাড়া ফেলেছে। অনেকেই কমেন্টে তাঁদের প্রশংসা করেছেন।
দীপিকার সঙ্গে কোল্যাব ভিডিয়ো কুশার
‘কনটেন্ট ক্রিয়েটর’ থেকে বলিউড অভিনেত্রী— নেটমাধ্যমের পরিচিত মুখ কুশা কপিলা। তাঁর অভিনীত চরিত্র ‘বিল্লি মাসি’ থেকে তুমুল জনপ্রিয়তা পান তিনি। নেটমাধ্যমে নানা ধরনের কন্টেন্ট তৈরি করে প্রবল জনপ্রিয়তা পান কুশা। এর পর বলিউডে হাতেখড়ি হয় তাঁর। ‘মাসাবা মাসাবা’-র দ্বিতীয় সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।
প্রসঙ্গত, কিছুদিন প্রেম করার পর ২০১৭ সালে বিয়ে করেন কুশা ও জোরওয়ার। বেশ কয়েকবছর সংসার করার পর বিচ্ছেদের কথা জানান তাঁরা। লেখেন, ‘জোরাওয়ার এবং আমি পারস্পরিক বোঝাপড়ায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত সহজ ছিল না। তবে এই মুহূর্তে এটাই আমাদের জন্য সঠিক। আমরা যে ভালবাসা ভরা জীবন একসঙ্গে কাটিয়েছি তা এখনও আমাদের জন্য সবকিছু। কিন্তু দুঃখের বিষয়, আমরা বর্তমানে নিজেদের জন্য যা খুঁজছি তা এক নয়। যতক্ষণ আমাদের পক্ষে সম্ভব ছিল ততক্ষণ আমরা একে অপরকে সবটুকু দিয়েছি।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports