
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সম্প্রতি কফি উইথ করণ এর ৭ নম্বর সিজনে এসেছিলেন কৃতি শ্যানন আর টাইগার শ্রফ। আর শো-তেই ‘হিরোপন্তি’ দুই তারকা নিজের ব্যক্তিগত জীবন আর কেরিয়ার নিয়ে অনেক কথা ফাঁস করেন। কৃতি যেমন বলেন তিনি কেন কক্ষনো ডেট করবেন না টাইগারকে।
করণ কথাপ্রসঙ্গে কৃতিকে প্রশ্ন করে বসেন, কেন তিনি ডেট করবেন আর করবেন না টাইগারকে টার একটা করে কারণ দিতে। যার উত্তরে কৃতি জানান, ‘টাইগার খুব হট। আর কেরিয়ারের প্রথম নায়ক নিয়ে মনে বরাবরই একটা সফট কর্নার আছে।’ আর কেন ডেট করবেন না সে প্রসঙ্গে বলেন, ‘ও খুব পালটি খায়’। শুনে যেই না হেই হেই করে তেড়ে যায় টাইগার, কৃতি বলতে শুরু করেন, আরে ও যে সামারসল্ট করে, পালটি খায় সেসবের কথা বলছি। আরও পড়ুন: করোনার বন্দিদশা কাটতেই প্রথম যে কাজ করলেন অমিতাভ, ব্লগ লিখলেন…
তবে আসল মজা আসে ফাইনাল কুইজের সময়ে। যখন করণ প্রশ্ন করেন টাইগার শ্রফকে, এমন একজন নায়িকার নাম বলতে যে অমিতাভের মা আর প্রেমিকা দুই হয়েছে সিনেমায়। আর তাতে জ্যাকি-পুত্র বলেন ‘রেখা ম্যাম’। শুনে তো করণের চোখ ওঠে কপালে। বলে ওঠেন, ‘কি? ও কখনও অমিতাভের মা হয়নি।’ এরপর জানান সঠিক উত্ত হবে ওয়াহিদা রহমান আর রাখি। আরও পড়ুন: ‘আমরা সবাই পাগল’ ক্ষমা চাওয়ার টুইটে বানান ভুল আমিরের! ধর্মের অপমানে রাগল জৈনরা
এখানেই শেষ নয় নিজের যৌনজীবনও ফাঁস করেন টাইগার করণের শো-তেই। জানান বিমানে করা সেক্সের কথা। করণ জোহর প্রশ্ন করেন, সবচেয়ে অদ্ভূত কোন জায়গায় নায়ক সঙ্গমে লিপ্ত হয়েছেন? জবাবে টাইগার জানান, ‘অদ্ভুত কি না জানি না তবে বেশ রোমাঞ্চকর ছিল ব্যাপারটা আমার জন্য.. মাঝ আকাশে।’
করণ এটাও জানান সে চেষ্টা তিনিও করেছিলেন। ইচ্ছে ছিল ‘মাইল হাই ক্লাব’-এ যোগ দেওয়ার। পরিচালক-প্রযোজকের কথায়, ‘একবার প্রচেষ্টা চালিয়েছিলাম, তবে ছোট্ট শৌচাগারটা যথেষ্ট ছিল না। আমার ভাগ্য খারাপ ছিল, আমি তো রীতিমতো ধরা পড়ে যাচ্ছিলাম… একদম অগোছালো একটা দৃশ্যপট ছিল।’
৳7,777 IPL 2025 Sports Bonus