গত বছরের এপ্রিল মাসে বাবা হন কিঞ্জল নন্দ। কিছুদিন আগেই প্রথমবারের জন্য মেয়ের মুখ দেখান সবাইকে। এদিন তাঁদের দুজনের একটি আদুরে ছবি পোস্ট করলেন। জঙ্গলের মধ্যে মেয়েকে নিয়ে পোজ দিতে দেখা গেল অভিনেতা, চিকিৎসককে।
আরও পড়ুন: 'বৈশাখী ভিলেন, তোমার ঘর ভেঙেছে', বলেছিলেন কল্যাণ! পাল্টি খেতেই রত্নার হুঁশিয়ারি, 'শেষ দেখে ছাড়ব'
কী ঘটেছে?
এদিন কিঞ্জল নন্দ যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে অভিনেতা মেয়েকে ধরে একটি গাছের ডালে বসিয়েছেন। সেই খুদেও সেখানে বসে হাসিমুখে পোজ দিচ্ছে। তার পরনে নীল ফুলহাতা জামা আর লাল প্যান্ট। পায়ে রয়েছে মজাও। অভিনেতা মেয়েকে ধরে পিছু ফিরে হাসি মুখে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন।
এদিন তিনি এই ছবিটি পোস্ট করে অনেকগুলো লাল হৃদয়ের ইমোজি ক্যাপশনে দেন। অনেকেই তাঁর পোস্টে একরত্তির জন্য ভালোবাসা জানিয়েছেন। একজন লেখেন, 'এই ছবি সত্যিই আমার মন ভালো করে দিল।' কেউ আবার লেখেন, 'খুব ভালো লাগল দুজনকে দেখে।' তৃতীয়জন লেখেন, 'ভালো থাকুন গোটা পরিবারকে নিয়ে।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কিঞ্জল নন্দ একজন নাট্যাভিনেতা। হীরালাল ছবিটির মাধ্যমে তিনি টলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ৮/১২, কর্ণসুবর্ণের গুপ্তধন, ইত্যাদি ছবি সহ একাধিক সিরিজের মাধ্যমে অল্প দিনেই নজর কাড়েন সবার। কিন্তু আরজি কর আন্দোলনের সময় তিনি আরও বেশি পরিচিতি পান। তিনি অভিনেতা হওয়ার পাশাপাশি একজন চিকিৎসকও বটে। এই আন্দোলনে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দেন।
তবে এই আন্দোলন চলাকালীন কিছু বিজ্ঞাপন, ছবিতে কাজ করায় সেগুলো পরবর্তীতে সেগুলো প্রকাশ্যে এলে তাঁকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়। এমনকি রাজ্য মেডিক্যাল কাউন্সিল তো একাধিক প্রশ্নও তোলে। তাদের তরফে আরজি করে অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়। সেখানেই জানতে চাওয়া হয়, 'কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল? নিয়ম মেনে নিয়েছিলেন?’ শুধু তাই নয়, আরজি কর মেডিক্যালে PGT হিসেবে কত স্টাইপেন্ড পান, বিজ্ঞাপন ও সিনেমায় অভিনয় করতে যাওয়ার আগে অনুমতি নেন কিনা, তা নিয়েও প্রশ্নতোলা হয়েছিল। তবে এখন যে সেসব বিতর্ক পিছনে ফেলে তিনি কাজ এবং পরিবার নিয়ে ব্যস্ত আছেন সেটা অনুমেয়।