সম্প্রতি, কেবিসি-১৩র একটি পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন জনপ্রিয় র্যাপার বাদশাহ এবং বলি-গায়িকা নেহা কক্কর। সেখানেই অমিতাভের সঙ্গে গল্প-আড্ডা দেওয়ার সময় তিনি ফাঁস করেন তাঁর 'বাদশাহ' নামের পিছনের ইতিহাস। কথায় কথায় কেবিসি-র সঞ্চালককে তিনি জানান যে যে প্রথম প্রথম মঞ্চে পারফর্ম করতে উঠলে তিনি 'কুল ইক্যুয়াল' নামটি ব্যবহার করতেন। কিন্তু পরবর্তী সময়ে এক বিখ্যাত বলি-অভিনেতার একটি সিনেমা দেখামাত্রই তিনি ঠিক করে ফেলেছিলেন যে এবার থেকে নিজের 'স্টেজ নেম' হিসেবে 'বাদশাহ' নাম তিনি ব্যবহার করবেন।কেবিসি চলাকালীন প্রশ্নোত্তর পর্বের ফাঁকে অমিতাভ কথায় কথায় বাদশাহ-কে জিজ্ঞেস করে বসেন, 'আচ্ছা, আপনার আসল নাম তো আদিত্য প্রতীক সিং। সেই নাম কী করে বাদশাহ-তে পরিণত হল?' জবাবে বাদশাহ বলে ওঠেন, " বহু আগে যখন মঞ্চে গাইতে উঠতাম নিজেকে 'কুল ইক্যুয়াল' হিসেবে পরিচয় দিতাম। পরে বুঝেছিলাম কিম্ভুত, কিমাকার একটি নাম ছিল তা। সেটা ১৯৯৯ সাল। বড়পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি 'বাদশাহ'। ছবির নামটি ভারি পছন্দ হল। আর আমি এমনিতেও শাহরুখ স্যারের বিরাট ভক্ত। ব্যাস! আর দেরি করিনি। চটপট সেই অদ্ভুত নামটি ছেঁটে তার জায়গায় 'বাদশাহ' বসিয়ে দিলাম'। শুনে মুগ্ধ অমিতাভ ততক্ষণে বলে উঠেছেন, 'বাহ্, ভালোই করেছিলে'। সম্প্রতি, কেবিসি-১৩র একটি পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন জনপ্রিয় র্যাপার বাদশাহ এবং বলি-গায়িকা নেহা কক্কর। সেখানেই অমিতাভের সঙ্গে গল্প-আড্ডা দেওয়ার সময় তিনি ফাঁস করেন তাঁর 'বাদশাহ' নামের পিছনের ইতিহাস। কথায় কথায় কেবিসি-র সঞ্চালককে তিনি জানান যে যে প্রথম প্রথম মঞ্চে পারফর্ম করতে উঠলে তিনি 'কুল ইক্যুয়াল' নামটি ব্যবহার করতেন। কিন্তু পরবর্তী সময়ে এক বিখ্যাত বলি-অভিনেতার একটি সিনেমা দেখামাত্রই তিনি ঠিক করে ফেলেছিলেন যে এবার থেকে নিজের 'স্টেজ নেম' হিসেবে 'বাদশাহ' নাম তিনি ব্যবহার করবেন।কেবিসি চলাকালীন প্রশ্নোত্তর পর্বের ফাঁকে অমিতাভ কথায় কথায় বাদশাহ-কে জিজ্ঞেস করে বসেন, 'আচ্ছা, আপনার আসল নাম তো আদিত্য প্রতীক সিং। সেই নাম কী করে বাদশাহ-তে পরিণত হল?' জবাবে বাদশাহ বলে ওঠেন, " বহু আগে যখন মঞ্চে গাইতে উঠতাম নিজেকে 'কুল ইক্যুয়াল' হিসেবে পরিচয় দিতাম। পরে বুঝেছিলাম কিম্ভুত, কিমাকার একটি নাম ছিল তা। সেটা ১৯৯৯ সাল। বড়পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি 'বাদশাহ'। ছবির নামটি ভারি পছন্দ হল। আর আমি এমনিতেও শাহরুখ স্যারের বিরাট ভক্ত। ব্যাস! আর দেরি করিনি। চটপট সেই অদ্ভুত নামটি ছেঁটে তার জায়গায় 'বাদশাহ' বসিয়ে দিলাম'। শুনে মুগ্ধ অমিতাভ ততক্ষণে বলে উঠেছেন, 'বাহ্, ভালোই করেছিলে'।|#+|এরপর ফের বাদশাহ-কে অমিতাভের প্রশ্ন, 'ধরো, আমি যদি পেশাদার র্যাপ-গায়ক হতাম তাহলে কী নাম হতো আমার?' শোনামাত্রই বাদশাহর উত্তর, 'স্যার, আপনার তো একটা র্যাপ নাম আছেই। এবি বেবি!' যা শুনেই হেসে ফেলেন অমিতাভ। পাশে বসা নেহা কক্করের মুখেও তখন ফুটেছে হাসি। তিনিও বলে ওঠেন, 'বাহ্, এই নামটি বেশ কিউট তো'।