বিয়ের পর প্রতিটা মেয়েই পায় নতুন এক পরিবার। নতুন কিছু মানুষ যেন রাতারাতি হয়ে যায় বড্ড আপন। এই সম্পর্কগুলো ভাষায় বোঝানো মুশকিল। কদিন আগে বিয়ের পিঁড়িতে বসেন কৌশাম্বি চক্রবর্তী ও আদৃত রায়। মঙ্গলবার শ্বশুরবাড়ির সকলের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী।
কৌশাম্বির শেয়ার করা ছবিটি ভাত কাপড়ের অনুষ্ঠানের সময়কার। অর্থাৎ বউভাতের দিন সকালের। হিন্দু রীতিতে এদিন নতুন বউয়ের হাতে খাবার-পোশাক তুলে দেয় স্বামী। নেয় সারা জীবনের দায়িত্ব। বউ আবার নিজের হাতে তৈরি খাবারও পরিবেশন করে শ্বশুরবাড়ির সকলকে।
আরও পড়ুন: রহস্যময়ীর সঙ্গে ইরফান-পুত্রের প্রেম ভাঙার জল্পনা! বাবিল আবার লিখলেন, ‘আমাকে এভাবেই বড় করা হয়েছে…’
বউভাতের সকালে কৌশাম্বি পরেছিলেন একটি তুঁতে রঙের শাড়ি। আর আদৃতের গায়ে ছিল অফ হোয়াইট পাঞ্জাবি, তাতে নীল সুতোর কাজ। ছবিতে আরও রয়েছে আদৃতের মা ও বাবা। কিছু লেখেননি ছবির ক্যাপশনে কৌশাম্বি। দিয়েছেন একটা রেড হার্ট ইমোটিকন। ও একটি খুশি মুখের স্মাইলি। ফুলকি অভিনেত্রীর সিঁথি ভরা ছিল লাল সিঁদুরে গলায় মুক্তোর লম্বা হার, হাতে শাঁখা-পলা, চুরি।
আরও পড়ুন: সিবিএসসি-র দশম শ্রেণিতে কত নম্বর পেলেন বজরঙ্গি ভাইজানের ‘মুন্নি’ হর্ষালি?
আদৃতের মা মৌসুমী রায়ের কৌশাম্বির পোস্টে করা একটি মন্তব্যও ভাইরাল হয়েছে। যেখানে তিনি লেখেন, ‘toooontoooooo’। আর জবাবে নতুন বউমা দেন অনেকগুলো রেড হার্ট ইমোটিকন। জবাবে মৌসুমী আরও লিখলেন, ‘আমাদের ওয়ান্ডার শেফ’। আদৃশাম্বি জুটির ধারণা, নতুন বউমা ভালো কিছু রান্না করে শ্বশুরবাড়ির সকলের মন জয় করে নিয়েছে। আদৃতের পছন্দের খাবার, বিরিয়ানি নয় তো? বিশেষ যত্ন নিয়ে রান্নাটি শিখেছিলেন কৌশাম্বি, জানিয়েছিল অভিনেত্রীর মা স্বয়ং মাসখানেক আগে দিদি নম্বর ১-এ।

এত মিষ্টি একটা ছবিতেও নেটপাড়ার একটা অংশ ট্রোল করল কৌশাম্বি ও আদৃতকে। একজন লেখেন, ‘দিদি দিদি বলে ডেকে, বউ করে নিল’। আরেকজন লিখলেন, ‘এরা দুজনে মিলে সৌমিতৃষা দিদিকে ঠকিয়েছে। এখন বিয়ের ছবি দিচ্ছে। লজ্জাও করে না।’
আসলে মিঠাই ধারাবাহিকে কাজ করার সময়ই আলাপ হয় আদৃত-সৌমিতৃষার। যদিও শোনা যায়, সিরিয়ালের শুরুর সময় নাকি একে-অপরকে পছন্দ করতেন আদৃত আর সৌমিতৃষা। এমনকী, আদৃতের সঙ্গে সুপ্রিয়া মণ্ডলের বিয়ে ভাঙেও এই কারণেই। সেইসময় সৌমিতৃষা আর কৌশাম্বি ছিলেন খুব ভালো বন্ধু। তারপর যখন আদৃত মন দিলেন কৌশাম্বিকে, দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হল, তখনই ঝামেলা শুরু। সৌমিতৃষার সঙ্গে শেষের দিনগুলোয় রীতিমতো কথা বন্ধ ছিল আদৃত-কৌশাম্বির। যদিও এই নিয়ে কখনও কথা বলেননি ৩জনের কেউই। কিন্তু কথাতেই তো আছে, যা রটে তাঁর কিছু বটে…