ইরফান খান-পুত্র বাবিল খানের নতুন ইনস্টাগ্রাম পোস্ট দুদিন থেকে বিভ্রান্ত করছে নেট-নাগরিকদের। যেখানে দেখা যাচ্ছে কালা অভিনেতা এক রহস্যময়ী মেয়ের সঙ্গে কিছু অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন, যাকে তাঁর বান্ধবী বলেই মনে করা হচ্ছে। তবে এই ছবির সঙ্গে একটি দীর্ঘ নোট দেন বাবিল, যা দেখে মনে করা হয় মন ভেঙেছে তাঁর।
বাবিলের ইনস্টাগ্রাম পোস্ট
রহস্যময়ী মেয়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। একটিতে তাকে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে মেয়েটিকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে। আরেকটি ছবিতে দুজনকে পাশাপাশি হাসতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি মনে করি না যে এগিয়ে যাওয়া মানে আপনি যা ভালোবাসেন তা লুকনোর চেষ্টা করা। বাস্তবে আপনি যাদের ভালোবাসেন তাদের কাছ থেকে আপনি কখনোই সরে যান না। তারা আপনার জীবনের একটি অংশ হয়ে ওঠে এবং পালগুলি যা বাতাসকে ধরে রাখে, তা আপনাকে এগিয়ে নিয়ে যায়’।
এরপর একটি কবিতা লেখেন। যার ছত্রে ছত্রে মন ভাঙার কথা। বাংলার তর্জমা করলে খানিকটা এরকম দাঁড়ায়- ‘সিঁড়ি থেকে পড়ে আমি আমার দাঁতে দাঁত চেপে রেখেছি/ তুমি হাসলে যে শব্দ হয় তা আমি পছন্দ করি। তুমি যখন গেলে, আমার বাঁকা হাসির অর্ধেকটা নিয়ে গেলে/ বাকি অর্ধেকটা আমাকে পুনর্নির্মাণ করতে দাও / আমি তোমার দিকে তাকাতে পছন্দ করি / তোমার শ্বাস নেওয়া মিস করব আমি/ কারণ ছাড়া হাসা এবং সৈকতে তোমার স্কুবা গিয়ার সঙ্গে করে নিয়ে যাওয়া/ তোমার হাত ধরতে পছন্দ করি / আমি রাস্তা পার হওয়া মিস করব দৌঁড়ে/ বৃষ্টি হলে তোমাকে ছাড়তে যাওয়া মিস করব, যখন তুমি সঙ্গে করে একটা ছোট্ট ছাতা আনতে ইচ্ছে করে/ আমি তোমার নিজের ট্যাটুকে ঘৃণা করা মিস করব/ আমি তোমাকে মিস করা পছন্দ করি।’
ট্রোলে জবাব বাবিলের:
তবে ইনস্টাগ্রামে রহস্যময়ী প্রাক্তন প্রেমিকার পোস্ট ছাড়াও আরও একটি জিনিস শেয়ার করে নেন বাবিল খান। তা হল তাঁকে নিয়ে চলা ট্রোলের জবাব। ইরফান পুত্র লিখলেন, ‘আমি শুধু নিজের পরিচয় দিয়েছিলাম, ‘হাই, আমি বাবিল’।এবং আপনি যেভাবে আমাকে দেখছিলেন তা বদলে গেল। আমি বুঝি তোমার মুখের সেই অভিব্যক্তি। তুমি ভাবছ, 'ও দাম্ভিক। আমি নিশ্চিত শুধু নিজেকে নম্র দেখানোর চেষ্টা করছে, ও জানে আমি ওকে চিনি।' বা হয়তো অন্য কিছু। আমি কৌশলী নই। আমাকে এভাবে বড় করা হয়েছে। আমি জানি যে এসব একটু অদ্ভুত লাগে। কিন্তু আমি আপনার কাছে সৎ থেকে বলতে পারি, আমি শুধু খ্যাতির সঙ্গে মানিয়ে নেওয়ার সংগ্রাম করছি।’
বাবিল আরও জানান, তাঁর ধ্যানজ্ঞান এখন সবটাই কাজ। তবে তাঁকে নিয়ে সকলে কী ভাবছে, তা প্রভাব ফেলে তাঁর মনে। বাবিল লেখেন, ‘তোমরাই আমার পরিবার। আমি তোমাদের জন্যই থাকব। আমার থাকার কারই তোমরা। তোমরাই আমার সেনা। আমি তোমাদের ভালোবাসি।’
নেটফ্লিক্সের কালা দিয়ে অভিনয়ে ডেবিউ হয় বাবিল খানের। ‘দ্য রেলওয়ে মেন’ নামের একটি ওয়েব সিরিজ়ে শেষ দেখা গিয়েছে বাবিলকে।