বরাবরই ফিটনেস নিয়ে কড়া সচেতন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রাজস্থানে উড়ে যাওয়ার আগেও জিমমুখী হতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। কিন্তু সম্প্রতি বেশ কিছু প্রতিবেদনে উঠে এসেছে বিয়েতে কোনও ডায়েটই মানবেন না অভিনেত্রী।
বিয়ের অনেক বিবরণের মধ্যে যা অনলাইনে ফাঁস হয়েছে, তারমধ্যে একটি হল ভিকি কৌশল, তাঁর হবু স্ত্রী ক্যাটরিনা এবং তাঁদের অতিথিদের অনেক মুখরোচক খাবার পরিবেশন করা হবে। bollywoodlife.com-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রবিবার সিক্স সেন্সে রিসর্টে ১০০ জন মিষ্টি প্রস্তুতকারী পৌঁছেছেন বলিউডে বিগ ফ্যাট ওয়েডিং-এর প্রস্তুতিতে। এই মিষ্টান্ন প্রস্তুতকারীরা ধর্মশালায় থাকবেন। তাঁদের বিশেষভাবে বুক করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কর্ণাটক থেকে তাজা পণ্য একটি ‘ট্রাকলোড’ করে আনা হয়েছে। যেহেতু ভিকি এবং তাঁর পরিবার খাঁটি পঞ্জাবি, তাই খাবারের এলাহি ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, হরেক রক্ম রুটি ও রাইস আইটেমের পাশাপাশি থাকছে একটি পঞ্জাবি প্ল্যাটারও।সেই পঞ্জাবি প্ল্যাটারে ছোলে ভাটুরে, ডাল বুখারা থেকে শুরু করে পঞ্জাবি চিকেন, বাটার চিকেন সহ অতিথিদের জন্য অন্যান্য বিদেশী খাবারও পরিবেশন করা হবে। তালিকায় রয়েছে রাজস্থানি কায়দায় তৈরি মাটনের বিখ্যাত পদ লাল মাস। শেষপাতে নাকি থাকবে কমলালেবুর রাবড়ি।
থাকবে পাঁচ রকমের অরগ্যানিক স্যালাডও। অভ্যাগতদের জন্য সাজিয়ে রাখা হবে সুদূর নেদারল্যান্ডস থেকেআনা রকমারি ফল, ফিলিপিন্স থেকে অ্যাভাগাডো। ফ্রান্স থেকে আনানো হয়েছে চিজ, চকোলেট। এবং পেরি পেরি পনির।
বিবাহ থেকে ফাঁস হওয়া অন্যান্য বিবরণে দাবি করা হয়েছে, হবু বর ভিকি সাতটি ঘোড়ায় টানা রথে চড়ে বিয়ের আসরে পৌঁছোবেন। ঝলমলে কাঁচের তৈরি মণ্ডপের নীচে ক্যাটকে বিয়ে করবেন। তিন দিনের বিয়ের অনুষ্ঠানে ৭ ডিসেম্বর হবে সংগীতের অনুষ্ঠান, ৮ ডিসেম্বর মেহেন্দি এবং ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি।
যেহেতু ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে সারছেন এই তারকা জুটি; তাই খবর, বিয়ের পরবর্তীতে বলিউড বন্ধু এবং সহ-অভিনেতাদের জন্য একটি গ্র্যান্ড রিসেপশন হোস্ট করবেন তাঁরা।