
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
স্বামী-অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে লন্ডনে ছুটি কাটিয়ে সদ্য মুম্বইতে ফিরলেন ক্যাটরিনা কাইফ। শনিবার গভীর রাতে মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা তাঁর মা হতে চলা নিয়ে তুলল প্রশ্ন!
ইনস্টাগ্রামে এক পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা যায়, কালো কোটের নিচে কালো শার্ট ও ট্রাউজার পরে বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসছেন ক্যাটরিনা। তিনি পায়ে স্নিকার্স এবং গাঢ় রঙের সানগ্লাস পরেছিলেন। অভিনেতাকে পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাসতে দেখা গেল। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাতও নাড়লেন তিনি।
আরও পড়ুন: প্রি ওয়েডিংয়ে মাস্ক পার্টিতে লা জবাব নীতা! বউমাকে টেক্কা দিল শাশুড়ি কোকিলাবেন
ভিডিয়োটি দেখে এক ভক্ত মন্তব্য করলেন, 'খুব সুন্দর, মার্জিত এবং উত্কৃষ্ট দেখাচ্ছে। সে জ্বলজ্বল করছে।' অপর একজন লিখেছেন, ‘উনি কি আদৌ গর্ভবতী?’ তৃতীয়জনের মন্তব্য, ‘বেবি বাম্প গায়েব হয়ে গেল তো!’ চতুর্থজন লেখেন, ‘ক্যাটরিনা অন্তঃসত্ত্বা নয়। কত গুজব আর রিপোর্ট ছড়িয়ে পড়ল!’
আরও পড়ুন: ‘মামলা করার হুমকি…’, বাচ্চাদের ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের উপর কতটা কঠোর আলিয়া-রানি-অনুষ্কারা?
কয়েক সপ্তাহ আগেই বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। ভিকি কাউশালের সঙ্গে লন্ডনে ছুটি কাটানোর সময় ‘শিলা কি জাওয়ানি’ অভিনেত্রীর বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছিল। যা দেখে একাংশ মানুষ দাবি করেছিলেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। পরে তার সংস্থা রেইনড্রপ মিডিয়া একটি বিবৃতি দেয়। তাতে বলা হয়, 'সমস্ত মিডিয়া হাউসকে অবিলম্বে এই অসমর্থিত প্রতিবেদন এবং জল্পনা বন্ধ করার জন্য অনুরোধ করছি।
আরও পড়ুন: বিয়ের ৬ মাসেই সুখবর দিলেন সৌরভ-দর্শনা! ভালোবাসায় মোড়া সংসারে এল বড় উপহার
সূত্রের বরাত দিয়ে জুম জানিয়েছিল, 'সবকিছু ঠিকঠাক থাকলে ক্যাটরিনা ও ভিকি তাদের প্রথম সন্তানকে যুক্তরাজ্যে স্বাগত জানাবেন। সূত্রটি আরও জানায়, যুক্তরাজ্যে বেড়ে ওঠা এবং লন্ডনের হ্যাম্পস্টেডের একটি বাড়ির মালিক ক্যাটরিনা, লন্ডনেই সন্তান প্রসব করবেন। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গাঁটছড়া বাঁধেন ভিকি ও ক্যাটরিনা।
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল শ্রীরাম রাঘবনের 'মেরি ক্রিসমাস' সিনেমায়। যেখানে অভিনেতা বিজয় সেতুপতির বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর কাছে ফারহান আখতারের আসন্ন ছবি জি লে জারা রয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports