ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ অভিনেতা সিদ্ধার্থ ঘোষ ওরফে হৃদয়। হ্যাঁ, ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে ‘গদাই’-এর ভাগ্নে হৃদয়ের চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ। নিজ অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন পর্দার ‘হৃদয়’। এবার নিজের হৃদয়ের রানির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা। বাস্তবজীবনে সংসারী হলেন অভিনেতা সিদ্ধার্থ, সংগীত শিল্পী দেবতৃষা সেনগুপ্তর সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন তিনি।
দীর্ঘদিন ধরেই সিদ্ধার্থর হৃদয়ের রানি হয়েছিলেন দেবতৃষা, পরিণতি পেল এই প্রেম কাহিনি। বেশকিছু বাংলা ছবিতে প্লে-ব্যাক করেছেন দেবতৃষা, অন্যদিকে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ছাড়াও দত্ত এন্ড বৌমা' তেও অভিনয় করেছেন সিদ্ধার্থ ঘোষ। পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাটকের দলে দীর্ঘদিন ধরে নাট্যচর্চা করেন এই টেলি-অভিনেতা। করোনা আবহে একদম ঘরোয়াভাবে, পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে সারলেন সিদ্ধার্থ-দেবতৃষা। বিয়ের আসরে হাজির হয়েছিলেন অভিনেতার অনস্ক্রিন মামা। ছোট পর্দার গদাইঠাকুর মানে অভিনেতা সৌরভ সাহার আর্শীবাদ নিয়েই শুভকাজ সুসম্পন্ন হল।

সিদ্ধার্থ জানিয়েছেন, বিয়ের দিন আমন্ত্রিতের সংখ্যা সীমিত হলেও বৌভাতের অনুষ্ঠানে টেলি দুনিয়ার অনেকই হাজির হবেন। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়ও, কথা দিয়েছেন হাজির হওয়ার। গদাই-এর ভাগ্নের রিসেপশনে ‘রাসমণি’ পরিবারের রি-ইউনিয়ন জমে উঠবে তা বলাই বাহুল্য।