
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পরণে সাদা গেঞ্জি, কালো ট্রাউজার। সাইকেল চালাচ্ছেন অভিনেতা কার্তিক আরিয়ান। ইনস্টাগ্রামে এমনই একটি রিল শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লেখা 'আব সোচ রাহা হু সেট পে ভি সাইকেল সে হি জাউ' অর্থাৎ এখন ভাবছি শ্যুটিংয়ের সেটেও সাইকেলে করেই যাব।' রিলটি পোস্ট করা মাত্রই কমেন্টের বন্যা বইয়ে দেন নেটিজনরা। এরপরেই ঘটে মজার ঘটনা। নেটিজেনদের মন্তব্যে পালটা উত্তর দেন কার্তিক।
সম্প্রতি নতুন ঝাঁ চকচকে গাড়ি কিনেছেন কার্তিক। নিজেই শেয়ার করেছেন নতুন গাড়ির ছবি। গাড়ির বনেটে শুয়ে আছেন তিনি এবং তার পোষ্য। এমনই একটি মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। ছবিটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লেখেন, 'হামারি রেঞ্জ থোড়ি সি বর গয়ি।' অর্থাৎ 'আমার ক্ষমতা কিছুটা বাড়ল'।
আরও পড়ুন: ‘দেব তুমি মাটির মানুষ’! প্রচারের ফাঁকে কর্মীর বাড়ি গিয়ে কাগজের কাপে চা খেল দেব
এই সাইকেল চালানোর দৃশ্য শেয়ার হওয়া মাত্রই। নেটিজেনদের মজার মজার কমেন্টে ভরে যায় মন্তব্য বাক্স । গাড়ি থাকতে কেন তিনি সাইকেল চালাচ্ছেন এমন প্রশ্নই ভরে গিয়েছে কমেন্ট বক্স। ধরে ধরে অনেক মন্তব্যে উত্তরও দিয়েছেন তিনি।
শনিবার সকালে অনুরাগীদের জন্য কিছুটা সময় বের করে নেন অভিনেতা। কমেন্ট বক্সে সরাসরি কথা বলেন তাঁদের সঙ্গে। কার্তিকের শেয়ার করা রিলে এক ভক্ত লেখেন, 'আমাকে আপনার ৬ কোটি টাকার গাড়িটি দিন', যার উত্তরে কার্তিক একটি মজাদার উত্তর দিয়েছেন তিনি লেখেন, 'অন্য এক বন্ধুকে ধার দেওয়া হয়েছে .. আমি গাড়ি আসার সঙ্গে সঙ্গে তোমাকে জানাব"।
আরও পড়ুন: ‘আমি শ্বেতাদি আর মাম্মার খেয়াল রাখব…’! বাবাকে চিঠি অভিষেকের, নেই ঐশ্বর্যর উল্লেখ
অন্য এক নেটিজেন লিখেছেন , 'দেখুন, কার্তিক ৫ কোটির গাড়ি কিনে সাইকেল নিয়ে ঘুরছেন' এই মন্তব্যের জবাবে কার্তিক লেখেন, 'পুরনো অভ্যাস ত্যাগ করতে সময় লাগে। আরও এক ভক্ত তাকে কে 'জিম বয়' বলে সম্বোধন করলে অভিনেতা তার উত্তরে লেখেন, ‘সবসময়।’
শীঘ্রই 'চান্দু চ্যাম্পিয়ন'- ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে । এ ছাড়াও বিদ্যা বালান ও তৃপ্তি ডিমরি অভিনীত ভুল ভুলাইয়া ৩ এর শুটিং শুরু করেছেন তিনি । ছবিটি পরিচালনা করছেন আনিস বাজমি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports