সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানির আলাদা হওয়ার খবর আপাতত রাষ্ট্র হয়ে গিয়েছে চারিদিকে। এমনকী, বলিপাড়ার অন্দরে তো এমনটাও খবর মন একদম ভালো নেই সিদ্ধার্থর। এভাবে যে ছাড়াছাড়ি হতে পারে তা যেন ভাবতেই পারছেন না তিনি। এদিকে কিয়ারা যদিও ব্যস্ত নিজের কাজ নিয়ে!
সোমবার কিয়ারা আডবানিকে দেখা গেল কার্তিক আরিয়ানের সাথে। শিমারি সিলভার বডি হাগিং পোশাকে দেখা মিলল তাঁর। কালো লেদার জ্যাকেট আর সাদা প্যান্টে কার্তিক। তবে দু'জনকে একসাথে দেখে একটুও ভালো লাগেনি সোশ্যাল মিডিয়ার। এমনকী, ‘কার্তিক’কে তো বিচ্ছেদের কারণ হিসেবেও দায়ি করলেন কেউ কেউ! কারও পরামর্শ, ‘সিদ্ধার্থের সাথে তোমাকে কিন্তু বেশি মানায়’। আরও পড়ুন: কিয়ারার সাথে ব্রেকআপে মন খারাপ সিদ্ধার্থর, তবে এটা কী করে বসলেন ‘শেরশাহ’ নায়ক!
প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে একসঙ্গে দেখা যাবে কার্তিক আর কিয়ারাকে। মঙ্গলবার, ২৬ এপ্রিল ট্রেলার প্রকাশ্যে আসার কথা। শোনা যাচ্ছে, ছবিতে নাকি রয়েছে একটি জোরালো চুমু কার্তিক-কিয়ারার। আর সেটাই হবে সিনেমার ট্রেলারের বড় হাইলাইটস। অনিস বাজমি পরিচালিত এই ভূতুরে ড্রেমায় প্রথমবার একসাথে কাজ করতে চলেছেন কার্তিক আর কিয়ারা।