আসলে দুটি ছবিই দর্শকদের প্রিয় ফ্র্যাঞ্চাইজির অংশ। তাই দেশ জুড়ে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুটি ছবির জন্যই! কিন্তু কে হাসবে সে হাসি সেই প্রশ্ন বারবার উঠে আসছে। আর তাঁর মাঝেই এই প্রসঙ্গে মুখ খুললেন 'ভুল ভুলাইয়া ৩'-এর 'রহু বাবা' কার্তিক আরিয়ান।
Bhool Bhulaiyaa 3 and Singham Again will clash at the box office this Diwali
যখন থেকে ঘোষণা করা হয়েছিল যে ‘ভুল ভুলাইয়া ৩’ এবং 'সিংঘম এগেইন' দুটি ছবিই দীপাবলিতে মুক্তি পাচ্ছে, তখন থেকেই দিপাবলীতে বক্স অফিসের এই বিরাট সংঘর্ষে কে জিতবে? তা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছিল বিতর্ক।
অনেকেই বলেছিলেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি অভিনীত ভুল ভুলাইয়া ৩'-এ আবার ফিরছেন বিদ্যা বালান, তাছাড়াও মঞ্জুলিকার চরিত্রে নজরকাড়া মাধুরী দীক্ষিত, তাই সবটা নিয়ে এই হরর কমেডি বেশি দর্শক টানবে তা বলাই বাহুল্য।
আবার অন্যদিকে, অজয় দেবগন ও কারিনা কাপুর খান অভিনীত রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' হিট কপ ইউনিভার্সের পঞ্চম ছবি। এই ছবিতে তাঁরা ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও অর্জুন কাপুর। ফলে এই ছবি নিয়েও আশাবাদী অনেকেই।
আসলে দুটি ছবিই দর্শকদের প্রিয় ফ্র্যাঞ্চাইজির অংশ। তাই দেশ জুড়ে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুটি ছবির জন্যই! কিন্তু কে হাসবে সে হাসি সেই প্রশ্ন বারবার উঠে আসছে। আর তাঁর মাঝেই এই প্রসঙ্গে মুখ খুললেন 'ভুল ভুলাইয়া ৩'-এর 'রহু বাবা' কার্তিক আরিয়ান।
সম্প্রতি ‘ভুল ভুলাইয়া থ্রি’-এর প্রচারে কার্তিক লেখেন, ‘দিপাবলীতে অনেকটাই ছুটি পাওয়া যায়, তাই আমার মনে হয় দুটি ছবি এই সময় বেশ ভালো ভাবে চলবে। আর ওঁদের 'সিংঘম এগেইন' অ্যাকশন ছবি আর আমাদের ছবিটি হরর কমেডি। দুটি একে অপরের থেকে অনেকটা আলাদা। তাই সংঘাতের কোনো জায়গা নেই।'
কার্তিক মনে করেন, প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাওয়া দুটো ছবি দর্শকদের কাছে উৎসবের মতো। বিশেষত এমন এক সময়ে যখন বলিউড রিলিজ কম হয়। তিনি বলেন, ‘এখন বলিউডে কম ছবি তৈরি হচ্ছে, সেই জায়গায় দিপাবলীতে দুটি ছবি মুক্তি দর্শক হিসেবে আমার কাছে উৎসবের মতো। আমি মনে করি এই দুই ছবির জন্যই দর্শকরা সমান ভাবে মুখিয়ে রয়েছেন। আমার ওঁদের ছবিও ভালো লাগে, আমি ওঁদের ছবিটিও দেখতে যাব। আশা করি আপনারাও আমাদের ছবি দেখতে আসবেন। সব মিলিয়ে দুটো ছবি খুব ভালো চলার সুযোগ রয়েছে।’