করিনা লিখেছিলেন, 'লোলো খাচ্ছে সফট ড্রিংস, আর আমি বিরিয়ানি'। সেই একই ছবি সেদিন দিদি করিশ্মাইনস্টাস্টোরিতে শেয়ার করে জানান, তাঁরা সবসময়ই বিরিয়ানি পছন্দ করতেন। খাদ্যরসিক পরিবার।
খাদ্যরসিক করিনা-করিশ্মা
খ্যতনামা ‘কাপুর’ পরিবারে জন্ম। পাঞ্জাবি পরিবারের অংশ হওয়ার কারণে ছোট থেকেই খেতে ভীষণই ভালোবাসেন দুই 'কাপুর নন্দিনী' করিশ্মা ও করিনা। খাবারের প্রতি ভালোবাসার কথা বারবার বলেছেন এই দুই তারকা। অভিনয়কে পেশা করার কারণে কমবেশি ডায়েট করতেই হয়, তাই পছন্দের খাবার বিশেষ খেতে পারেন না। তবে সুযোগ পেলে মাঝেমধ্যে 'চিট' করতে ছাড়েন না বেবো ও লোলো।
সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল খাদ্যরসিক বেবো ও লোলোর দুটি ছবির কোলাজ। যার একটিতে ছোট্ট করিনা-করিশ্মাকে দেখা যাচ্ছে, কাঠের চেয়ারে পাশাপাশি বসে প্লেট হাতে খেতে ব্যস্ত। আবার তারই নিচে সাম্প্রতিকালের ছবি। যেখানে কাচের প্লেট হাতে ফ্রুট আইসক্রিম খেতে ব্যস্ত তাঁরা। মুখভঙ্গিতেই বেশ স্পষ্ট কতটা তৃপ্তি করে খাচ্ছেন তাঁরা। ভাবখানা এমন যে 'কড়া ডায়েটের ফাঁকে মাঝে মধ্যে চিটিং করলে বিশেষ ক্ষতি নেই।
মাঝে মধ্যেই স্মৃতির পাতা থেকে বেশকিছু ছবি শেয়ার করে নেন করিনা ও করিশ্মা দুজনেই, সেখানেও মাঝে মধ্যে ভোজনরসিক কাপুর পরিবারের কথা উঠে আসে। এই তো সেদিন, সোশ্যাল মিডিয়ায় স্মৃতির পাতা থেকে এমনই একটি ছবি ভাগ করে নিয়েছেন করিনা। লিখেছিলেন, 'লোলো খাচ্ছে সফট ড্রিংস, আর আমি বিরিয়ানি'। সেই একই ছবি সেদিন দিদি করিশ্মাইনস্টাস্টোরিতে শেয়ার করে জানান, তাঁরা সবসময়ই বিরিয়ানি পছন্দ করতেন। খাদ্যরসিক পরিবার।