চলচ্চিত্র নির্মাতা করণ জোহর প্রথমবার মতো ‘জিগরা’ পরিচালক ভাসান বালার সম্প্রতি করা বিস্ফোরক মন্তব্য নিয়ে মুখ খুললেন। নিজের ছবির পরিচালককে না জানিয়ে আলিয়া ভাটকে চিত্রনাট্য পাঠিয়েছেন করণ, এমন যে দাবি করেছিলেন ভাসান, তা নিয়ে অবশেষে মুখ খুলেন প্রযোজক। রবিবার ইনস্টাগ্রামে করণ একটি দীর্ঘ নোট লিখে দাবি করেন যে, নিউজ রিপোর্টে ভাসান বালার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
করণ জোহরের দীর্ঘ নোট:
করণ এক ব্যক্তির ঠোঁটে আঙুল রাখার একটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘'কিছু নেতিবাচক মানুষের মুখ বন্ধ করার জন্য আমাদের জীবনকে যথেষ্ট স্থিতিশীল করতে, আমাদের শক্তিশালী হতে হবে।'পোস্টটি শেয়ার করে করণ ক্যাপশনে লিখেছেন, টুইটার এক্স হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে আমারও এক্স হয়ে গেছে... আমি ওখানকার ভুলভাল কথার সঙ্গে ব্রেকআপ করেছি এবং অহেতুক রাগকে নিঃশব্দ করেছি ... তবে সোশ্যাল মিডিয়া দানবের মতো, এটি আপনি দেখতে না পেলেও এটি আপনার কাছে পৌঁছে যায়... তাই ভাসান বালার সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যা তিনি খাঁটি সরলতা এবং ভালবাসার সঙ্গে উত্তর দিয়েছিলেন…’
আরও পড়ুন: ‘বন্দুক অন্যের কাঁধে দিয়ে প্রচারের মুখ হতে চাইছে’ কিঞ্জল? ফেসবুকে জবাব দিলন ডাক্তার-অভিনেতা
ভাসানের মন্তব্যের ভুল ব্যাখ্যা নিয়ে করণের মন্তব্য:
‘ভাসান বলতে চেয়েছিল ব্যাকারণগত ভুল সংশোধন ছাড়াই আলিয়াকে পাঠানো হয়েছে, যা নিয়ে আমি খুব হেসেছিলাম। তবে তারপর যেরকমভাবে খবরটা করা হল, তা আমাকে বিরক্ত করেছে। ভাসান আমার অন্যতম প্রতিভাবান এবং দুর্দান্ত সহযোগী হিসাবে অব্যাহত রয়েছে এবং আপনি যদি তাঁর সাক্ষাত্কারটি দেখেন এবং তাঁর সুরটি শোনেন, তাহলে বুঝতে পারবেন, ও কী বলতে চেয়েছিল। কিন্তু না... কিছু না থাকলেও হৈচৈ সব জায়গা জুড়ে আছে... আমি হাত জোড় করে সবাইকে বলি ক্লিক বেডের টোপ গিগলবেন না। দয়া করে পুরো সাক্ষাত্কারটি শুনুন এবং পড়ুন। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা...’
আরও পড়ুন: ‘মানুষ ভেবেছে আমি সকাল থেকে মদ খেয়ে পড়ে থাকি’! দর্শক গুলিয়ে ফেলে রিল আর রিয়েল লাইফ, দাবি স্বস্তিকার
ভাসান ও আলিয়া যা বলেছিলেন
এইসাক্ষাৎকার পুরো শুনলে বোঝা যাবে, ‘চিত্রনাট্যটি তিনি পুনরায় চোখ বোলানোর সুযোগ পাননি। সেখানে ব্যাকরণগত কোনও ভুল ছিল কিনা, কিংবা অন্য কোনও সংশোধনের দরকার রয়েছ কিনা, তা দেখবার আগেই করণ আলিয়াকে চিত্রনাট্যটি পাঠিয়ে দেন। সেই ব্য়াপারটি নিয়ে টেনশনে পড়ে গিয়েছিলেন পরিচালক। তার অর্থ এটা নয়, যে আলিয়া এই ছবির জন্য তাঁর প্রথম চয়েজ নয়।’
আরও পড়ুন: ‘বয়স হয়েছে তো, সিলেকটিভ ডিমেনশিয়া হয়েছে’! ঋতুপর্ণার করা ‘কে ও’ প্রশ্নে চাঁচাছোলা জবাব শ্রীলেখার
জিগরা সম্পর্কে
জিগরা ছবিতে আলিয়া (সত্য) এবং বেদাং রায়না (অঙ্কুর) ভাইবোনের চরিত্রে অভিনয় করেছেন। এটি একটি অ্যাকশন-প্যাকড গল্প হতে চলেছে, যেখানে দেখা যায় ভিনদেশে কারাগারে বন্দি ভাইকে রক্ষা করতে কতদূর যেতে পারে বোন। ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত 'জিগরা' মুক্তি পাবে ১১ অক্টোবর।