বাংলা নিউজ > বায়োস্কোপ > 'এস এস রাজামৌলির সিনেমায় যুক্তি নেই…', কেন এমন দাবি করলেন করণ
পরবর্তী খবর
'এস এস রাজামৌলির সিনেমায় যুক্তি নেই…', কেন এমন দাবি করলেন করণ
1 মিনিটে পড়ুন Updated: 17 Feb 2025, 10:50 AM ISTSayani Rana
করণ জোহর সম্প্রতি গল্প বলার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছেন। জোর দিয়ে জানিয়েছেন যে, ছবি তৈরির ক্ষেত্রে যুক্তির চেয়ে প্রত্যয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেখানেই এস এস রাজামৌলির প্রসঙ্গ টেনে বলেন, ‘উদাহরণস্বরূপ রাজামৌলি স্যারের সিনেমাই ধরুন। আপনি কোথায় যুক্তি খুঁজে পাবেন?’
'এস এস রাজামৌলির সিনেমায় যুক্তি নেই…', কেন এমন দাবি করলেন করণ
করণ জোহর সম্প্রতি গল্প বলার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছেন। জোর দিয়ে জানিয়েছেন যে, ছবি তৈরির ক্ষেত্রে যুক্তির চেয়ে প্রত্যয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিচালক তথা প্রযোজক করণ বিশ্বাস করেন যে, একজন নির্মাতা যদি তাঁর দৃষ্টিভঙ্গির উপর গভীর ভাবে বিশ্বাস রাখেন, তবেই দর্শকরা সবচেয়ে অসম্ভব ক্ষেত্রেও বিশ্বাস হারাবে না, তাঁদের যা দেখানো হবে, ওই পিরিস্থিতির জন্য ওটাই সঠিক বলে তাঁরা বিশ্বাস করবেন। তিনি তাঁর যুক্তিকে আরও পক্ত করার জন্য পরিচালক এস এস রাজামৌলি, সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং অনিল শর্মার কাজের উল্লেখ করেছেন।
কোমল নাহতাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, যুক্তি যখন প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় তখন ছবির প্রত্যয়কে প্রাধান্য দেওয়া হয়। তিনি বিশ্বাস করেন যে, বড় মাপের চলচ্চিত্র নির্মাতাদের ব্লকবাস্টার কাজগুলি সত্যিই প্রত্যয় দ্বারা চালিত হয়েছে, তাঁদের ক্ষেত্রে যুক্তি কোনও ব্যাপার নয়।
করণ এস এস রাজামৌলির প্রসঙ্গ টেনে উদাহরণ দিয়েছেন। জানিয়েছেন যে তাঁর ছবিগুলি সব সময় বাস্তববাদের মধ্যে আবদ্ধ থাকে না, গল্প বলার ক্ষেত্রে আত্মবিশ্বাসের মাধ্যমে দর্শকদের তিনি মোহিত করে। তিনি বলেন, ‘উদাহরণস্বরূপ এস এস রাজামৌলি স্যারের সিনেমাই ধরুন। আপনি কোথায় যুক্তি খুঁজে পাবেন?’ করণ আরও বলেন যে, ‘রাজামৌলির ছবিগুলি সম্পূর্ণরূপে প্রত্যয়ের উপর নির্মিত, সেই প্রত্যয় দর্শকরাও বিশ্বাস করেন। তবে কেবল ওঁর ছবি নয়, ‘অ্যানিম্যাল’, ‘আর আর আর’, 'গদর' -সহ সমস্ত বড় ব্লকবাস্টার ছবিগুলির ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য।'
নিজের বক্তব্যকে আরও দৃঢ় করতে, করণ 'গদর'-এর অ্যাকশন সিকোয়েন্সের উল্লেখ্য করেছেন। করণ ব্যাখ্যা করেছেন যে, ‘একজন ব্যক্তি একা হাতে একটি হ্যান্ডপাম্প দিয়ে ১,০০০ জনকে হারানোর পিছনে সত্যি কি কোনও যুক্তি রয়েছে? এটা বাস্তবে মোটেই সম্ভব নয়। পরিচালক অনিল শর্মার আত্মবিশ্বাস এটা যে, সানি দেওল এটি করতে পারেন।’ তিনি উল্লেখ করেছেন যে, ‘অনিল শর্মা সানির চরিত্রটিকে এতটাই বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন যে দর্শকরা তার ক্ষমতায় বিশ্বাস করেছিলেন।’
করণ জোর দিয়েছিলেন যে চলচ্চিত্র নির্মাতাদের জন্য দৃঢ় প্রত্যয় অপরিহার্য, কারণ আত্ম- সন্দেহ, দর্শকদের প্রত্যাশাকে অতিরিক্ত চিন্তা করা এবং যুক্তির উপর খুব বেশি গুরুত্ব দেওয়া সাফল্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তিনি জোর দিয়েছিলেন যে যাঁরা সম্পূর্ণ ভাবে নিজেদের দৃষ্টিভঙ্গি প্রতিশ্রুতিবদ্ধ করে, তাঁরাই ব্লকবাস্টার ছবি তৈরি করে।