
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
কফি উইথ করণ শো মানে তারকাদের সেক্স লাইফ নিয়ে একঝাঁক প্রশ্ন। করণ জোহর নিজেই খোলসা করেছেন, তাঁর সেক্স লাইফ ভীষণ ‘একাকীত্বে ভরপুর’। তবে তারকাদের বেডরুম সিক্রেট ফাঁক করতে তাঁর জুরি মেলা ভার। অচিরেই সেলেবদের বেডরুমে পৌঁছে যান করণ। পেট থেকে কথাও বার করে নেন সহজেই।
‘কফি উইথ করণ’-এর সাত নম্বর সিজনের নতুন এপিসোডে দেখা মিলল কবীর সিং জুটি, শাহিদ কপুর ও কিয়ারা আডবানির। নায়ক-নায়িকাদের হাঁড়ির খবর করণের চেয়ে ভালো আর কেউ জানেন না। আর ক্যামেরার সামনে সবকিছু উগরে নিতেও এক্সপার্ট তিনি। চ্যাট শোয়ের বিঙ্গো রাউন্ডে বোমা ফাটান করণ। এই সেগমেন্টে অতিথিরা যে যে বাক্যগুলির সঙ্গে সহমত, সেগুলো মার্ক করতে হবে। এক জায়গায় লেখা ছিল, ‘বিছানায় রোল প্লে করা’। বিবাহিত শাহিদ, বেশি কিছু না ভেবেচিন্তেই এই বয়ানের সঙ্গে সহমত হয়ে যান। তবে কিয়ারা পড়েন বেকায়দায়। এরপর করণ সোজাসুজি জিজ্ঞাসা করেন, ‘তুমি বিছানায় কোনওদিন চোর-পুলিশ বা অন্যকিছু খেলোনি?’ শাহিদ পাশ থেকে বলে বসেন, ‘কিয়ারা বড্ড মিথ্যেবাদী’। মুচকি হেসে সিদ্ধার্থ মালহোত্রার প্রেমিকা জবাব দেন, ‘আমার মা অনুষ্ঠান দেখবেন’। এরপর করণ বলে বসেন, ‘তা তোমার মা কীভাবেন, আমার মেয়ে ভার্জিন?’ কিয়ারার সংযোজন, ‘আমি সেটাই আশা করছি’। আরও পড়ুন-শাহিদকে চড় মারতে চাইছিলাম’, কেন কবীর সিং-এর উপর বিরক্ত কিয়ারা?
আর শাহিদ কি বিছানায়, ডাক্তার সেজেছেন? করণের এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘ভিন্ন ভিন্ন সম্পর্কে ভিন্ন রকমের রোল প্লে করতে হয়।’ সুতরাং কিয়ারা নিজের সেক্স লাইফ নিয়ে অকপটে কিছু না বললেও শাহিদ কিন্তু খুল্লমখুল্লা!
এই এপিসোডে সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে কিয়ারার জমিয়ে লেগপুল করেছেন শাহিদ এবং করণ। শাহিদ তো এটাও বলে বসেন, এই বছরের শুরুতেই আসবে একটা বড় খবর, আর সেটা কখনোই সিনেমার নয়। ইঙ্গিত দেন এই বছরের শেষেই হয়ত সাতপাক ঘুরতে চলেছেন ‘শেহশাহ’ জুটি। কিয়ারা নিজেও মেনে নিয়েছেন, ‘সিদ্ধার্থ আমার বন্ধুর চেয়ে বেশি কিছু’। আরও পড়ুন-'চেঞ্জিং রুমে সেক্স করেছি', যৌনতা নিয়ে আর কী বললেন সিদ্ধার্থ মালহোত্রা?
সিদ্ধার্থ-কিয়ারার ভালোবাসার অসংখ্য প্রমাণ এই শো-তে পেয়েছে দর্শক। এখন দেখবার বিয়ের পর্বটা কত জলদি সেরে ফেলেন তাঁরা। এই মুহূর্তে সিদ্ধার্থের হাতে রয়েছে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের সিরিজ। এছাড়াও ‘যোদ্ধা’ ছবিতে দিশা পাটানির সঙ্গে রোম্যান্স করবেন সিদ্ধার্থ। পাশাপাশি রশ্মিকা মন্দানার সঙ্গে ‘মিশন মজনু’ ছবিতেও কাজ করছেন তিনি। কম ব্যস্ত নন কিয়ারাও। শীঘ্রই বরুণের সঙ্গে ‘ভেড়িয়া’ এবং ভিকি কৌশলের সঙ্গে ‘মিস্টার লেলে’ ছবিতে দেখা যাবে।
৳7,777 IPL 2025 Sports Bonus