গৃহকর্মে আরও বেশি মন দেওয়া উচিত। একটা সময় কঙ্গনা রানাওয়াতকে এমনটাই বলতেন তাঁর মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা স্বীকার করে নিয়েছেন 'বলিউড কুইন'। ব্রুট ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেসময় তিনি ভাবতেন, বড়ই বোকার মতো তাঁকে এধরনের কথাগুলি বলতেন তাঁর মা।
ঠিক কী বলেছেন কঙ্গনা?
কঙ্গনা বলেন, 'আমার মা আমাকে বলতেন, একজন মহিলা হিসাবে তোমার বাড়ির কাজে আরও বেশি মন দেওয়া উচিত। আচার (আচার) তৈরি থেকে ঘি বানানো, শাকসবজির চাষ কীভাবে হয় সবই শিখে নেওয়া উচিত। তখন আমি ভাবতাম, মা কী বোকা বোকা কথা বলছে, এসবে কী আসে যায়!
কঙ্গনার কথায়, ‘তখন আমি ভাবতাম আমি দেশের সবচেয়ে কম বয়সী ও ধনী নারীদের মধ্যে একজন। কিন্তু আজ আমিও একই কথা বলছি...। এখন আমারও মনে হয় এটা একটা নারীর অভিব্যক্তি। আমি একটা উক্তি পড়েছিলাম যে আপনি নারী হয়ে জন্মান না, কিন্তু আপনি একজন নারী হয়ে বেড়ে ওঠেন... আজ আমার মা খুশি এবং উনি মনে করেন আমি পরিপক্ক হয়েছি এবং জ্ঞানী হয়েছি।’