'প্রিয়জনেরা যাঁরা চলে গেল চিরতরে, তাঁরা কি ফিরে আসতে পারে?' ভাবছেন হঠাৎ একী প্রশ্ন করছি! নাহ, প্রশ্নটা আমার নয়, একথাই জিগ্গেস করছেন কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ কেন এমন প্রশ্ন এসেছে পিঙ্কির মনে?
একথা শুনে অনেকেই হয়ত ভাবছেন তবে কি পিঙ্কি প্রাক্তন স্বামী কাঞ্চনের বিরহে কাতর! নাকি অন্য কোনও কারোর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন পিঙ্কি?
তাহলে একটু খোলসা করেই বলা যাক, 'যাঁরা চলে গেছেন চিরতরে, তাঁরা কি ফিরে আসতে পারেন?' এই ভাবনাটা আসলে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের নয়। তবে এমনই কোনও ভাবনা কবি রবীন্দ্রনাথের মনে এসেছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন পিঙ্কি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল 'আন বাক্স'-তে বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ ভিডিয়ো পোস্ট করেছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। যেখানে কবি ও তাঁর পরলৌকিক চর্চা নিয়ে ভিডিয়ো বানিয়েছেন অভিনেত্রী। আর সেই ভিডিয়োর টাইটেল কার্ডে পিঙ্কি লিখেছেন, ‘যাঁরা চলে গেল তাঁরা কি ফিরে আসতে পারে?’

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়োতে উঠে এসেছে এই জীবনে স্ত্রী, সন্তান, বন্ধু, বৌদি সহ আরও অনেক কাছের মানুষকে হারিয়েছিলেন রবীন্দ্রনাথ। আর তাই নিজের প্রিয় মানুষদের পরলৌকিক অবস্থান জানতে ১৯২৬ থেকে ১৯৩১ পর্যন্ত পরলৌকিক চর্চা শুরু করেন রবীন্দ্রনাথ। জানতে চেয়েছেন, যাঁরা তাঁকে ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের পরলৌকিক অবস্থান। জানা যায়, একের পর এক প্রিয় মানুষদের জন্য প্ল্যানচেট করেছেন রবীন্দ্রনাথ। কবি আসলে জানতে চেয়েছেন মৃত্যুর পর আত্মারা কীভাবে থাকে?
রবীন্দ্রনাথ ঠাকুরে প্ল্যানচেট, তাঁর পরলৌকিক চর্চা নিয়েই এই ভিডিয়োটি বানিয়েছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। যার জন্য প্রচুর গবেষণা করেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলের সেই পর্বের নাম দিয়েছেন রবীন্দ্রনাথের পরলোকচর্চা ১৭ মে, শুক্রবার রাত ৯টায় পিঙ্কির ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই ভিডিয়ো। তবে তার আগে রিল ভিডিয়োতে সেই পর্বের আগাম ইঙ্গিত দিয়েছেন পিঙ্কি।
ব্যক্তিগত জীবনে ২০২০ সাল থেকেই কাঞ্চন মল্লিকের থেকে আলাদা থাকা শুরু করে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই পিঙ্কির একমাত্র সঙ্গী ছেলে ওশ। এরপর চলতি বছরের অবশেষে কাঞ্চনের সঙ্গে আইনত বিবাহ-বিচ্ছেদ হয় পিঙ্কির। আপাতত ছেলে ওশকে সঙ্গী করেই পথ হাঁটছেন অভিনেত্রী।